আওয়ামী লীগের নিরপরাধ কর্মীরা যেকোনো দলে যোগ দিতে পারেন: নুর
হবিগঞ্জে নির্বাচনী সভায় বক্তব্য দেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি: আমাদের সময়
আওয়ামী লীগের নিরপরাধ কর্মীরা যেকোনো দলে যোগ দিতে পারেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে হবিগ্ঞ্জ-৩ ( সদর- লাখাই - শায়েস্তাগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন প্রাপ্ত এমপি প্রার্থী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের যেসব নেতাকর্মী কোনো অন্যায়, জুলুম করেনি তারা যেকোনো দলে যোগ দিতে পারেন। গণ অধিকার পরিষদ তাদের গ্রহন করতে রাজি আছে। ৫ আগস্টের পর মামলা বাণিজ্য করে অনেক নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হচ্ছে। ’
নুর বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য কিছুটা ভুলভাবে উপস্থাপিত হয়েছে। তিনি এর ব্যাখ্যা দিয়ে বলেছেন, আওয়ামী লীগের যারা নিরপরাধ তাদেরকে মামলা দিয়ে হয়রানি করা হবে না, তার এ বক্তব্যের সঙ্গে গণ অধিকার পরিষদও একমত। আওয়ামী লীগের নিরপরাধ সাধারণ নেতাকর্মীদের জন্য সব রাজনৈতিক দল উন্মুক্ত। তারা জামায়াত, বিএনপি, গণ অধিকার পরিষদ যে দল ভালো লাগে, সে দলে যোগ দিতে পারে।’
তিনি আরও বলেন, ‘জাতীয় ঐক্যমত্য কমিশন গণ অধিকার পরিষদের অনেক দাবি জুলাই সনদে গ্রহন করেছে। আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হবে। গণ অধিকার পরিষদ এখনো কোনো জোটে অন্তর্ভূক্ত হয়নি। জুলাই অভ্যুত্থানের শরিকদের নিয়ে একটি জোট করার চেষ্টা চলছে। আগামী নির্বাচনকে বানচাল করার জন্য দেশি-বিদেশি চক্রান্ত চলছে। সব ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
সভায় জেলা সহসভাপতি মো. সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
আমাদের সময়/আরডি
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের