ধর্মবর্ণ নির্বিশেষে একটি পরিবার হয়ে সম্প্রীতির রাজনীতি করব: নুরুদ্দিন অপু
শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। আমরাও প্রতিহিংসা পরায়ণ হবো না। আমরা ধর্মবর্ণ নির্বিশেষে একটি পরিবার হয়ে সম্প্রীতির রাজনীতি করব। সবাই মিলে শরীয়তপুরকে মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করব।
বুধবার (১২ নভেম্বর) দিনব্যাপী শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আগামীতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়ে তোলা হবে।’
এ সময় শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি এসএস মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু সরদার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক বিএম মোস্তাফিজ (মোস্তফা), যুবদলের সাবেক সভাপতি আসলাম মাঝি ও সাবেক সভাপতি হাজী মোসলেম হোসেন সরদারসহ দলীয় অংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আমাদের সময়/আরডি