ডা. এজাজের স্মৃতিতে হুমায়ূন আহমেদ

বিনোদন প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৫, ১৭:১৩
শেয়ার :
ডা. এজাজের স্মৃতিতে হুমায়ূন আহমেদ

ডা. এজাজ ইনসেটে হুমায়ূন আহমেদ

নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী আগামীকাল ১৩ নভেম্বর। প্রয়াত এই কিংবদন্তির বহু নাটক ও সিনেমায় অভিনয় করেছেন ডা. এজাজ।

মূলত অভিনেতা হিসেবে তার পরিচিতি গড়ে উঠে হুমায়ূন আহমেদের হাত ধরেই। সাবলীল ও রম্যরসাত্মক অভিনয়ের কারণে তার জনপ্রিয়তাও তৈরি হয়েছে বেশ। কাজ করতে গিয়ে হুমায়ূন আহমেদের সঙ্গে অনেক বিচিত্র অভিজ্ঞতা রয়েছে তার। রয়েছে অসংখ্য আনন্দ-বেদনার স্মৃতি।

লেখক কিংবা নির্মাতা হুমায়ূন আহমেদের বাইরে একজন মানুষ হিসেবেও তাকে কাছ থেকে দেখেছেন এই অভিনেতা। প্রিয় এই মানুষটির জন্মদিনে মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে সেসব স্মৃতিকথা বলেছেন ডা. এজাজ।

হুমায়ূন আহমেদের সঙ্গে প্রথম পরিচয়, প্রথম ও শেষ কাজ, শুটিংয়ে মজার ঘটনা, আড্ডা, গল্প, শেষ দেখা এবং তার শূন্যতা নিয়ে কথা বলেছেন তিনি।

‘রাঙা সকাল’ আগামীকাল সকাল ৭টায় প্রচার হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুম্মান রশীদ খান ও অর্চি রহমান।

আমাদের সময়/ এসএ