বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে আমরণ অনশন

রাজবাড়ী প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৫, ১৬:৩৯
শেয়ার :
বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে আমরণ অনশন

রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন তারেক জিয়া পরিষদের এক নেতা।

সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে তিনি পাংশা পৌরশহরের হযরত শাহজুঁই (রহ.) মাজার শরিফের সামনে এ অনশন শুরু করেন। প্রার্থী ঘোষণা না দেওয়া পর্যন্ত তিনি এই অনশন চালিয়ে যাবেন বলেও ঘোষণা গিয়েছেন।

অনশনরত রিয়াজুল ইসলাম রাজবাড়ী জেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ১নং ওয়ার্ডের ঢেঁকিপাড়া গ্রামের উকিল প্রামানিকের ছেলে এবং স্থানীয়ভাবে বিএনপি ও তার অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

রিয়াজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা করেছে। কিন্তু রাজবাড়ী-২ আসনে এখনো মনোনয়ন ঘোষণা করে নাই। এ আসনে কোনো জোটের প্রার্থী নেই।’

তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ কাজ করেছেন। তিনি ছিলেন নেতাকর্মীদের পাশে। সাবেক এমপি নাসিরুল হক সাবু অসুস্থ হলেও তিনি যোগ্য প্রার্থী। এ কারণে ধানের শীষের বিএনপির প্রার্থী ঘোষণার জন্য মনোনয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি।’

রিয়াজুল ইসলামের দাবি, রাজবাড়ী-২ আসনে প্রার্থী ঘোষণা না দেওয়া পর্যন্ত তিনি আমরণ অনশন চালিয়ে যাবেন।

আমাদের সময়/এফএম