৮ ইসলামী দলের সমাবেশ /

পল্টন মোড়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক
১১ নভেম্বর ২০২৫, ১২:০৬
শেয়ার :
পল্টন মোড়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ আট দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে দলগুলো।

সমাবেশে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানসহ আট দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

যেসব দাবিতে এই আটটি দল আন্দোলন করছে সেগুলো হলো- জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা, পিআর পদ্ধতিতে নির্বাচন, নির্বাচন সুষ্ঠু করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা, আওয়ামী দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

আমাদের সময়/এআই