টঙ্গীতে ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষ, আরোহীর মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৫, ১১:৩৩
শেয়ার :
টঙ্গীতে ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষ, আরোহীর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাতুল (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু খবর পাওয়া গেছে। 

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের মরকুন মোল্লার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত রাতুল টঙ্গী পূর্ব থানাধীন গাজীবাড়ী পুকুড়পাড় এলাকার বাবুর ছেলে। তিনি একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার দিকে রাতুল মোটরসাইকেলযোগে টঙ্গী থেকে পূবাইলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন রাতুল।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহেদুজ্জামান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

আমাদের সময়/আরআর