এ দেশের জনগণকে নিয়ে জুলুম, নির্যাতনের বিচার করব: মীর স্নিগ্ধ

নাটোর প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৫, ১৬:৪২
শেয়ার :
এ দেশের জনগণকে নিয়ে জুলুম, নির্যাতনের বিচার করব: মীর স্নিগ্ধ

জুলাই শহিদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, খুনি হাসিনা দ্বারা দেশের জনগণ নির্যাতিত ও নিপীড়িত হয়েছে। আমরা আত্মগোপনে গিয়েছি, তবুও খুনি হাসিনার সঙ্গে আপোষ করিনি। এ দেশের জনগণকে নিয়ে জুলুম, নির্যাতনের বিচার করব।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে নাটোর শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্নিগ্ধ বলেন, ‘গত ১৭ বছর ফ্যাসিবাদ খুনি হাসিনা এ দেশের শাসনব্যবস্থা এককভাবে কায়েম করেছিল। যেখানে দেশের সব জনগণ নিপীড়িত হয়েছে। সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করা হয়েছে। দুঃখ-কষ্ট শুধু আপনাদের নয়, সারাদেশের বিএনপির নেতাকর্মীদের।’

খালেদা জিয়াকে নিয়ে তিনি বলেন, ‘আমার বাবা বিএনপির একজন কর্মী। তিনি আমাদের ছোটবেলা থেকে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত করেছেন। বেগম খালেদা জিয়ার মতো আপোষহীন থেকে নিজেকে পরিচালনা করা যায়, সেই শিক্ষায় আমাদের বড় করেছেন। সেই শিক্ষা থেকেই আমরা খুনি হাসিনার সঙ্গে আপোষ করিনি।’

তরুণদের নিয়ে স্নিগ্ধ বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে এ দেশে তরুণদেরকে নেতৃত্বে আনা হবে। তরুণদের মাধ্যমে এদেশের ভবিষৎ পরিকল্পনা করা হবে। বিভিন্ন দেশে বর্তমানে তরুণরা নেতৃত্বে আসছেন এবং তারা দেশের উন্নয়নে কাজ করছে। বর্তমানে আমাদের দেশেও তারেক রহমান তরুণ নেতৃত্বকে ধীরে ধীরে সামনের দিকে নিয়ে আসছেন। দেশের রাজনীতিতে তরুণদের নেতৃত্বে কিভাবে পরিবর্তন করা যায় এবং দেশের ভবিষৎ আরও সুন্দর করা যায় তার এ বিষয়ে বিশাল কর্মপরিকল্পনা রয়েছে।’

স্নিগ্ধ আরও বলেন, ‘মুগ্ধ শহীদ হবার পর আমরা দেশবাসীকে জানাতে চেয়েছি, তখন থেকে আমার ওপর হুমকি-ধামকি দেওয়া হয়েছে। কিন্তু আমরা সেই হুমকিতে দমে যাইনি। আমার ভাইকে যে খুন করার নির্দেশ দিয়েছে, তার সঙ্গে আমরা আপোষ করিনি। যেভাবে বিএনপির নেতাকর্মীরা আত্মগোপনে গিয়েছিল, আমরা সেভাবে আত্মগোপনে চলে যাই। আমরা এ দেশের জনগণ মিলে এ জুলুম, নির্যাতনের বিচার করব। আমাদের ২ হাজার ভাই-বোনকে শহীদ করা হয়েছে, অনেকে পুঙ্গত্ববরণ করেছে। তাদের বিচার আমরা নেব।’

এ সময় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা বিএনপির নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের সময়/আরডি