ফারইস্ট লাইফের সাবেক পরিচালক খালেক রিমান্ডে

আদালত প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৫, ১৪:৪৭
শেয়ার :
ফারইস্ট লাইফের সাবেক পরিচালক খালেক রিমান্ডে

‎অর্থ আত্মসাতের মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের সাবেক পরিচালক এম. এ খালেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

‎সোমবার (১০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ রিমান্ডের আদেশ দিয়েছেন। 

‎‎এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মশিউর রহমান সাত দিনের রিমান্ড আবেদন করেন। 

‎‎রিমান্ড আবেদনে বলা হয়, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের সাবেক পরিচালক এম. এ খালেক দায়িত্বে থাকাকালে অন্যান্য আসামিদের সঙ্গে যোগসাজশে অর্থ আত্মসাৎ করেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে ফারইস্টের ৩৩ দশমিক ৫৬ শতাংশ জমি ও বিল্ডিং ২০৭ কোটি ৬০ লাখ ৩৬ হাজার টাকায় কেনেন। ওই টাকা থেকে বিক্রেতাকে ৪৫ কোটি টাকা স্থানান্তর বা হস্তান্তর করেন। সেজন্য দুদক তার বিরুদ্ধে মামলা করে।

‎আসামি ৪৫ কোটি টাকার মধ্যে ১০ কোটি টাকা পান। ২০১৫ সালের ২৪ মার্চ বিক্রেতা মো. আজহার খান তার নামে ৫ কোটি টাকা, তার স্ত্রী সাবিহা খালেকের নামে ২ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা এবং মেয়ে সারওয়াত সিমিন খালেদের নামে ৭ কোটি ৮৭ লাখ ৫০হাজার টাকা আত্মসাৎ করেন।

মামলার সঙ্গে আরও কারা কারা জড়িত ও অর্থ আত্মসাৎ প্রক্রিয়ায় আরও কারা সহযোগী ছিলেন- তা জানার জন্য সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

আমাদের সময়/এএস