জন্মদিনে মুগ্ধতা ছড়ালেন মিম
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ। প্রতি বছরই এই বিশেষ দিনটি তিনি পরিবারসহ উদযাপন করেন, তবে এবারের জন্মদিনে তার ভ্রমণের প্রতি ভালোবাসাও ফুটে উঠেছে। জন্মদিনের দিন, মিম নিজেকে নতুনভাবে উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করেছেন।
এই বছর মিমের জন্মদিনের আয়োজন হচ্ছে একটি পারিবারিক অনুষ্ঠানেই। তবে তার আরও একটি পরিচয় আছে- ভ্রমণপ্রিয় নায়িকা। অভিনয় এবং মডেলিংয়ের বাইরে মিম দেশের নানা প্রান্তসহ বিদেশেও ভ্রমণ করতে ভালোবাসেন, এবং এ থেকেই তার ‘ভ্রমণকন্যা’ খেতাব পেয়েছেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
জন্মদিনের আবহে যখন সবাই তাকে নিয়ে শুভেচ্ছায় মগ্ন, তখন মিম নিজেই তার ভ্রমণের ছবি প্রকাশ করেছেন। গত ৯ নভেম্বর, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ছবির মাধ্যমে জানালেন, জন্মদিনের ঠিক আগের দিন তিনি কক্সবাজারে এক ভিন্ন ধরনের আনন্দে মগ্ন ছিলেন। গোলাপি পোশাক পরিহিত মিম সৈকতের উজ্জ্বল রোদে, আকাশের মেলবন্ধনে এক অপরূপ রূপে ধরা দিয়েছেন।
ফেসবুকে শেয়ার করা তার ছবিগুলোতে মিমকে দেখা যায় সমুদ্রের ঢেউ আর সূর্যাস্তের মাঝে মিষ্টি হাসিতে ভরা এক শান্তি ও সুখের মুহূর্ত কাটাতে। তার নির্মল হাসি যেন সেই ছবিগুলোতে আরো আলাদা এক মোহনীয়তা সৃষ্টি করেছে।
আমাদের সময়/ টিটিএ
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট