গণভোট ইস্যুতে আমীর খসরু /
দাবি নিয়ে কথায় কথায় রাস্তায় নামবেন না
গণভোটের দাবি নিয়ে কথায় কথায় রাস্তায় না নামার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘কথায় কথায় আপনি দাবি নিয়ে রাস্তায় যাবেন, সেটা হবে না।’
শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘জনতার ইশতেহার’ শীর্ষক এক ডায়লগে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, তারা এই সংবিধানের অধীনে শপথ নিয়েছেন। এই সংবিধানে গণভোট নিয়ে কিছু নেই। আগামীতে নির্বাচনে পাস করে সংসদে গিয়ে সংবিধানে গণভোট যুক্ত করে এরপর গণভোটে আসতে পারে।’
এ সময় কথায় কথায় যদি বৃহত্তর দলগুলো রাস্তায় নামে, সে ক্ষেত্রে সংঘর্ষ ঘটতে পারে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘আপনাদের দাবি নিয়ে মাঠে যাবেন, এর বিপরীতে যদি দেশের সর্বোচ্চ রাজনৈতিক দল কর্মসূচি দেয় তাহলে সংঘর্ষ বাঁধবে না?’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে কেমন জানি একটা স্বৈরাচারী মনোভাব চলে আসছে।কনসাসের বাইরে যাওয়ার সুযোগ নেই। আমাদের ৩১ দফার অনেক কিছুই কনসাসের মধ্যে আসেনি, তাই বলে কি আমি মাঠে নামব? আমি জনগণের কাছে যাব।’
জুলাই সনদ প্রসঙ্গে আমীর খসরু বলেন, দীর্ঘ আলোচনার পর যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে সেটি সম্মান করতে হবে। আলোচনা হতে হবে বাস্তবায়নের ক্ষেত্রেও। আর যেগুলোতে ঐকমত্য হয়নি তা জনগণ ঠিক করবে।
এ সময় কয়েকটি রাজনৈতিক দল জনগণের ভাগ্য নির্ধারণ করতে চায় বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
ঐক্যমতের বাইরে যাওয়ার সুযোগ নেই জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘চ্যাপ্টার ক্লোজড। আপনার চিন্তাভাবনা জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি ক্ষমতায় আসেন, এরপরে আপনি পরিবর্তন করুন।’
সেমিনারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আমাদের সময়/এএস
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের