নতুন করে ষড়যন্ত্র চলছে নির্বাচনকে ঘিরে: আমানউল্লাহ আমান
আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নতুন করে নানা ধরনের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা–২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
অমানউল্লাহ আমান বলেন, ‘একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত। কখনও তারা বলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন নয়, আবার কখনও গণভোট ছাড়া নির্বাচন হবে না, এমন অজুহাতে তারা জনগণকে বিভ্রান্ত করছে।’
তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আমি বিশ্বাস করি, জনগণের ভোটেই বিএনপি সেই নির্বাচনে বিজয়ী হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘৫ আগস্টের ছাত্র–জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা লাভ করেছে, কিন্তু জনগণ এখনও তাদের ভোটাধিকারের পূর্ণ প্রয়োগ করতে পারেনি। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণ সেই অধিকার ফিরিয়ে আনবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘গণতন্ত্রবিরোধী শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তবে জনগণ আর কোনো প্রহসনের নির্বাচন মেনে নেবে না।’
জিয়া পরিবার সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘জিয়া পরিবার এই দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার প্রতীক। জাতির প্রতিটি সংকটে এই পরিবারের নেতৃত্বেই মানুষ মুক্তির পথ খুঁজে পেয়েছে। আমরা বিশ্বাস করি, আগামীর নির্বাচনই হবে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ।’
৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন। এদিন সৈনিক ও জনতা দেশের সার্বভৌমত্ব রক্ষায় একাত্ম হয়েছিল। ৭ নভেম্বরের চেতনা থেকেই আমাদের গণতন্ত্রের লড়াইয়ের অনুপ্রেরণা নিতে হবে।’
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আমাদের সময়/আরআর