ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক শক্তির অনুপ্রেরণার প্রতীক জিয়াউর রহমান

ইবি সংবাদদাতা
০৮ নভেম্বর ২০২৫, ০৭:৫২
শেয়ার :
ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক শক্তির অনুপ্রেরণার প্রতীক জিয়াউর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘জিয়াউর রহমান আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ আজও বেঁচে আছে। তিনি কেবল এক দিনের নেতা নন বরং ফ্যাসিবাদবিরোধী সকল গণতান্ত্রিক শক্তির জন্য একটি অনুপ্রেরণার প্রতীক। দেশের উন্নয়ন ও ঐক্যের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে তার আদর্শে অবিচল থাকতে হবে।’

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আজ মহান সিপাহী বিপ্লব ও জাতীয় সংহতি দিবস। তৎকালীন সময়ের ভারতীয় আগ্রাসন ও একদলীয় শাসনের বিরুদ্ধে সেনা সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আস্থা রাখেন। জনগণের ইচ্ছার প্রতিফলনেই তিনি রাষ্ট্রক্ষমতায় আসীন হন। বিভক্ত জাতি নিয়ে উন্নত রাষ্ট্র গড়া সম্ভব নয়—এই উপলব্ধি থেকেই তিনি জাতিকে ঐক্যের পথে আহ্বান জানান।’

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান সংবিধানের চতুর্থ সংশোধনী বাতিল করে গণতন্ত্র ও জাতীয় ঐক্যের পুনরুদ্ধার ঘটান। ইসলামী মূল্যবোধ সংরক্ষণে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি সবাইকে বাংলাদেশী পরিচয়ের বন্ধনে ঐক্যবদ্ধ করেন।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানসহ জিয়া পরিষদ, জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম এবং শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।