আরিফুল-সৌভিকের মৃত্যু রাজনৈতিক হত্যাকাণ্ড কি না, খতিয়ে দেখার দাবি সাকির
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি আরিফুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম সম্পাদক সৌভিক করিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে নিরাপদ সড়ক ও জীবনের নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তাদের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি রাজনৈতিক হত্যাকাণ্ড, মানববন্ধনে তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর নিউ ইস্কাটন রোডে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস জামানের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন গার্মেন্ট শ্রমিক নেতা তাসলিমা আখতার, নিরাপদ সড়ক আন্দোলন (নিসআা) সভাপতি মেহেদী আব্দুল্লাহ দীপ্তসহ ছাত্র ফেডারেশনে তাদের সহযোদ্ধা ও বন্ধুরা।
জোনায়েদ সাকি বলেন, ‘আরিফুল ইসলাম গণসংহতি আন্দোলনের গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন। ফ্যাসিবাদী শাসনের পতনের লক্ষ্যে আমরা যখন যুগপৎ আন্দোলনে যুক্ত হলাম তার কিছু পরেই ট্রাক চাপায় আরিফুল ইসলাম ও সৌভিক করিম নিহত হলেন। তাই আমাদের আশংকা রয়েছে এটা নিছক দুর্ঘটনা নাকি রাজনৈতিক হত্যাকাণ্ড। আমরা সরকারকে তা খতিয়ে দেখার দাবি জানাই।’
সমাবেশে বক্তারা বলেন, ‘বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় গত ১০ বছরে প্রায় ১ লক্ষের বেশি মানুষ নিহত হয়েছেন৷ আহত হয়েছেন আরো অনেক মানুষ। এত বিপুল পরিমাণ মানুষের মৃত্যুর পরেও আমাদের সড়ক-মহাসড়ক নিরাপদ করতে কোন সরকারই কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। সড়কে শৃঙ্খলা ফেরাতে পারে যার কারণেই এত মানুষের মৃত্যু। আমরা বর্তমান সরকারকে সড়কের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেবার অনুরোধ জানাই।’
সভাপতির বক্তব্যে সৈকত আরিফ বলেন, ‘সারাদেশে সড়কের এই কাঠামোগত হত্যাকাণ্ড বন্ধে সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। আমরা জনগণকে সচেতন করাসহ আরও নানা কর্মসূচি গ্রহণ করব। আমজকের মানববন্ধন থেকে ইস্কাটনে আরিফুল ইসলাম ও সৌভিক করিম স্মরণে (দুর্ঘটনাস্থলে) একটি৷ স্থাপনা তৈরির জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাছে দাবি জানাই।’
মানবন্ধনে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু, ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি গোলাম মোস্তফাসহ তার বন্ধু স্বজন ও সহযোদ্ধারা।
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের
আমাদের সময়/জেআই