কিংবদন্তি গায়িকা ও অভিনেত্রী সুলক্ষণা আর নেই

বিনোদন ডেস্ক
০৭ নভেম্বর ২০২৫, ১৫:৫৩
শেয়ার :
কিংবদন্তি গায়িকা ও অভিনেত্রী সুলক্ষণা আর নেই
ছবি : সংগৃহীত।

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী ও অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। বরেণ্য গায়িকার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ভাই ও সংগীত পরিচালক ললিত পণ্ডিত।

সুলক্ষণার জন্ম ভারতের এক বিখ্যাত সংগীত পরিবারে। তার কাকা ছিলেন কিংবদন্তি সংগীতগুরু পণ্ডিত জসরাজ। মাত্র নয় বছর বয়স থেকে গান গাওয়া শুরু করেন সুলক্ষণা। তার কিছুদিন পর থেকেই মোহাম্মদ রফি ও কিশোর কুমারের সঙ্গে মঞ্চে পারফর্ম করতে শুরু করেন। মাত্র নয় বছর বয়সে লতা মঙ্গেশকরের সঙ্গে ‘সাত সমুন্দর পার কে’ গানটি গেয়ে প্লেব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন।

সুলক্ষণার বাবা ছিলেন ধ্রুপদী সংগীতশিল্পী প্রতাপ নারায়ণ পণ্ডিত। সাত ভাইবোনের বড় পরিবারে বেড়ে উঠেছেন তিনি। শোবিজ জীবনে সফলতা পেলেও ব্যক্তিগত জীবন নাটকীয়তা ভরপুর ছিল। ১৯৭৫ সালের ‘উলঝান’ সিনেমায় কাজ করার সময় সঞ্জীব কুমারের প্রতি তার একতরফা ভালোবাসা তৈরি হয়। কিন্তু সঞ্জীব তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কারণ, তিনি হেমা মালিনীকে হারানোর বেদনা কাটিয়ে উঠতে পারেননি। ভালোবাসা না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন সুলক্ষণা।

তার কিছু বছর পর ১৯৮৫ সালে সঞ্জীব কুমারের মৃত্যুতে শোকে পাথর হয়ে গিয়েছিলেন এই কিংবদন্তি গায়িকা ও অভিনেত্রী। সঞ্জীবের মৃত্যুর পর আর বিয়ে করেন তিনি। শেষ জীবনে তিনি বোন বিজয়তা পণ্ডিত ও প্রয়াত ভগ্নিপতি আদেশ শ্রীবাস্তবের পরিবারের সঙ্গে থাকতেন।

প্রসঙ্গত, ১৯৭৫ সালে সঞ্জীব কুমারের বিপরীতে ‘উলঝান’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন সুলক্ষণা পণ্ডিত। এরপর তিনি রাজেশ খান্না, শশী কাপুর, বিনোদ খান্না প্রমুখ তারকাদের সঙ্গে একের পর এক সফল ছবিতে অভিনয় করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে ‘সংকোচ’, ‘হেরা ফেরি’, ‘খানদান’ এবং ‘ধরম খাঁটা’।

আমাদের সময়/কেইউ