জিয়াউর রহমানের সমাধিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্রদ্ধা নিবেদন
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার (৭ নভেম্বর) সংগঠনটির সভাপতি রিফাত রশীদের নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের মানুষের কথা বলবে, বাংলাদেশের জনগণের কথা বলবে। আমরা দেখতে পেয়েছি জিয়াউর রহমান গণভোট করেছিলেন এবং এর মধ্য দিয়ে তিনি জনগণের রায় নিয়েছিলেন। সেই রায়ের ভিত্তিতে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। জিয়াউর রহমান সকল দল-সকল মানুষের ছিলেন। তাই তার অবদান স্বীকার করতেই আমাদের শ্রদ্ধা নিবেদন।’
নতুন রাজনীতি বন্দোবস্তের অংশ হিসেবেই জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে বলে জানান তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি বলেন, ‘রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনে কুসুম-কুসুম আলোচনার টেবিল সাজিয়েছে। তাদের সুপারিশে আমরা হতাশ।’
জুলাই সনদ বাস্তবায়নে শহীদ ও আহতদের পরামর্শ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
রিফাত রশীদ বলেন, ‘বর্তমানে অনেক দল গণভোট ও জাতীয় নির্বাচনকে এক করে দেখছেন। কিন্তু দুটাই আলাদা। এ দুটাকে আলাদা করেই দেখতে হবে। আমরা বলতে চাই- গণভোট ও জাতীয় নির্বাচন পৃথকভাবে হোক।’
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের
আমাদের সময়/এআই