ময়মনসিংহ-২ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন আনা হয়েছে।
দলটির ফুলপুর উপজেলা শাখার সাবেক আমির আলহাজ্ব মো. মাহবুব আলম মন্ডলের পরিবর্তে নতুন প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে ফুলপুর সদরে এক সমাবেশে প্রার্থী পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা এবং পরিবর্তীত নতুন প্রার্থী আনোয়ার হাসান সুজনকে সকলের সামনে পরিচয় করিয়ে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা আমির মো. আব্দুল করিম।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক আকন্দ, ফুলপুর উপজেলা শাখার আমির গোলাম কিবরিয়া, তারাকান্দা শাখার আমির আব্দুল হান্নানসহ পরিবর্তীত দুই প্রার্থী, জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক তৎপরতা, জনপ্রিয়তা ও মাঠপর্যায়ের পর্যালোচনা বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন প্রার্থী আনোয়ার হাসান সুজন দীর্ঘদিন ধরে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন এবং ময়মনসিংহ অঞ্চলে একজন কর্মঠ ও নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে পরিচিত।