প্রতিদ্বন্দ্বিতার মাঠে কাউকেই ছোট করে দেখার সুযোগ নেই: শামা ওবায়েদ
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘যুদ্ধ ও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার মাঠে কাউকেই ছোট করে দেখার সুযোগ নেই। আমাদের বিরুদ্ধে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, আমরা তাদের সম্মান করি এবং তাদের সুস্বাস্থ্য কামনা করি। কারণ জাতীয়তাবাদী দল বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী।’
মনোনয়ন পাওয়ার পর বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে নিজ বাড়ি ‘ওবায়েদ মঞ্জিলে’ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি ফ্রি, ফেয়ার ও অংশগ্রহণমূলক হয়, তবে জনগণের সম্পৃক্ততা নিশ্চিত হবে। ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জনগণের অংশগ্রহণ ছিল না। আমরা এমন একটি নির্বাচন চাই, যেখানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে।’
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করবো জানিয়ে তিনি বলেন, ‘আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে পারি, ইনশাআল্লাহ লক্ষ লক্ষ তরুণ, যুব সমাজ, ছাত্র সমাজ ও নারী সমাজের পাশে দাঁড়াবো।’
তিনি আরও বলেন, ‘ফরিদপুর-২ আসনকে বাংলাদেশের মধ্যে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলবো—যেখানে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের জন্য মানুষকে বাইরে যেতে হবে না।’
এসময় উপস্থিত ছিলেন- নগরকান্দা উপজেলা বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সলথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহসভাপতি আলিমুজ্জামান সেলু, মাহবুব আলী মিয়া, আলমগীর হোসেন বকুল মাতুব্বর, জেলা যুবদল নেতা তৈবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, রবিউল ইসলাম বাবু, ওলামা দলের পৌর সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুজন প্রমুখ।
আমাদের সময়/এফএম
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের