সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করবো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘সোজা আঙুলে ঘি না উঠলে, আঙুল বাঁকা করবো। ঘি আমাদের লাগবেই। গণভোট নির্বাচনের আগেই হতে হবে।’
আজ ৬ নভেম্বর বৃহস্পতিবার পল্টন মোড় থেকে যমুনা অভিমুখী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বরে গণভোটসহ ৫-দফা দাবিতে প্রধান উপদেষ্টার নিকট আট দলের স্মারকলিপি প্রদান পূর্ব বিক্ষোভ সমাবেশ ও বিশাল গণমিছিলে উপস্থিত থেকে তিনি একথা বলেন।
সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তাহের আরও বলেন, ‘নো হাঙ্কি পাঙ্কি; সোজা, সোজা গণভোট দিন। চালাকি করবেন না। চালাকি করলে আমাদের আন্দোলনের বিস্তারও বাড়বে।’
তিনি বলেন, ‘জনগণের রায়কে ভয় পেলে চলবে না। গণভোটই আজ জাতির দাবি। আমরা শান্তিপূর্ণ উপায়ে দাবি জানাচ্ছি, কিন্তু সরকার যদি তা উপেক্ষা করে, তাহলে এই আন্দোলন দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে ছড়িয়ে পড়বে।’
এসময় তিনি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন। নিরাপত্তার জন্য এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
আমাদের সময়/এআই
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের