বিএনপির প্রার্থীকে গুলি, যা বললেন আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক
০৫ নভেম্বর ২০২৫, ২১:২০
শেয়ার :
বিএনপির প্রার্থীকে গুলি, যা বললেন আমীর খসরু

নির্বাচনের আবহাওয়াকে অন্যদিকে সরিয়ে নিতে একটি মহল অস্ত্র নিয়ে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (৫ নভেম্বর) চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রসঙ্গে আমাদের সময়কে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আমাদের সময়কে বলেন, ‘বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রার্থীদের তালিকা ঘোষণা করার পরে সারাদেশে নির্বাচনী উৎসব শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে নির্বাচনের আবহাওয়াকে অন্যদিকে সরিয়ে নিতে একটি মহল অস্ত্র নিয়ে মাঠে নেমেছে। ‘

তিনি বলেন, ‘আমি আশা করব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হস্তে এসব নিয়ন্ত্রণ করবে এবং নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবে।’

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের বায়েজিদ থানায় এরশাদ উল্লাহ’র ওপর গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় সরওয়ার বাবলা নামের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে এরশাদ উল্লাহ নগরীর বায়েজিদ থানার বিভিন্ন এলাকায় নির্বাচনী জনসংযোগ করছিলেন। এ সময় তার ওপর গুলি করা হয়। পায়ে গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে তাৎক্ষনিকভাবে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমাদের সময়/জেআই