ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন বড়ুয়া মনোজিত ধীমন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীহওয়ার ঘোষণা দিয়েছেন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা বড়ুয়া মনোজিত ধীমন। এবার তিনি ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছেন এবং গণ সংযোগও শুরু করেছেন। এর আগে তিনি কুমিল্লা-১ আসনে প্রার্থী হয়েছিলেন।
নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে বড়ুয়া মনোজিত ধীমন বলেন, নির্বাচনে অংশ নেওয়া আমার কাছে শুধু জয়ের বিষয় না, এটা একটা প্রতিবাদের মাধ্যমও। আগে যেমন প্রতিবাদ করেছি, এবারও করব। দেশে এখন একটা সুষ্ঠু নির্বাচন হোক এটা সবার প্রত্যাশা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ঢাকা - ১৭ আসনের আলোচিত ও শক্ত প্রার্থী আন্দালিব রহমান পার্থ। তিনি বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি থেকে লড়বেন। শরীক দলের হিসেবে তিনি বিএনপির সমর্থন পেতে পারেন। এছাড়া এ আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপিসহ আরো বেশ কয়টি দলেরও প্রার্থী রয়েছেন। বড়ুয়া মনোজিত ধীমন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে নামবেন বলে জানিয়েছেন।
ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও মিরপুরের কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।
আরও পড়ুন:
মৌচাকের গোল্ডেন প্লাজায় অগ্নিকাণ্ড