বিএনপির প্রার্থী তালিকায় খালেদা জিয়াসহ ১০ নারী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তাদের মধ্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১০ জন নারী প্রার্থী রয়েছেন।
সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর মধ্যে খালেদা জিয়া একা তিনটি আসনে নির্বাচন করবেন। তিনি দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে নির্বাচন করবেন।
অন্য যারা মনোনয়ন পেয়েছেন:
নাটোর-১ আসনে ফারজানা শারমিন
যশোর-২ আসনে মোছাঃ সাবিরা সুলতানা
ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু
শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন
মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা
ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি
ফরিদপুর-২ আসনে শ্যামা ওয়াবেদ ইসলাম
ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ আহমেদ
সিলেট-২ আসনে মোছাঃ তাহসিনা রুশদীর।
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের