একটি রাজনৈতিক দল মানুষকে ধর্ম পালনে বিভ্রান্তি সৃষ্টি করছে : রিয়াজ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল সাধারণ মানুষকে স্বাভাবিকভাবে ধর্ম পালনে বিভ্রান্তি সৃষ্টি করছে, তাই দলীয় নেতাকর্মীদের আন্তরিকভাবে দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নান রিয়াজ।
রোববার (৩ নভেম্বর) সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মহিলা দলের উদ্যোগে সাফাইশ্রী অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহ রিয়াজুল হান্নান রিয়াজ কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর ছেলে।
কর্মশালায় রিয়াজ বলেন, ‘আমাদের বিজয় সুনিশ্চিত। দল সরকার গঠন করলে বেকার যুবকদের কর্মসংস্থান গড়ার লক্ষ্যে কাপাসিয়ায় পরিবেশবান্ধব কলকারখানা স্থাপন, মাদকমুক্ত সমাজ গঠন এবং মা-বোনদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
তিনি আরও বলেন, ‘একটি ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল বাড়ি বাড়ি গিয়ে নিরীহ মা-বোনদের বিভ্রান্ত করছে। সাধারণ মানুষকে স্বাভাবিক ধর্ম পালনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা ধর্মপ্রাণ মুসলমান মা-বোনদের জান্নাত পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। অথচ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ১০ জন সাহাবীর জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। তাই তাদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট সংগ্রহে মা-বোনদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানাই।’
রিয়াজ বলেন, ‘পতিত ফ্যাসিবাদের দোসররা দীর্ঘ ১৭ বছর আমাদের সাধারণ মানুষের কাছে যেতে দেয়নি। মানুষের বাক্স্বাধীনতা হরণ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণায় প্রথমবার দেশ স্বাধীন হয়েছিল, আর বিএনপির নেতৃত্বাধীন গণতান্ত্রিক আন্দোলনের ফলে ২০২৪ সালে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাবার মধ্যদিয়ে দেশ দ্বিতীয় বার স্বাধীন হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে বিএনপিই নেতৃত্ব দিয়েছে, এ কারণে বিগত দীর্ঘ ১৭ বছর দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতন চালিয়েছে ফ্যাসিস্ট হাসিনা। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত যে ৩১ দফা ঘোষণা করেছেন, তা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন নিশ্চিত হবে। মহিলাদের বয়স্ক ভাতা ও বিধবা ভাতার সংখ্যা বাড়ানো, এলাকায় আধুনিক মানের কলকারখানায় শ্রমজীবী মানুষেরা ন্যায্য পারিশ্রমিক পাবে। বড় বড় ব্যবসাকেন্দ্রের পাশাপাশি সাধারণ মানুষ ছোটখাটো পুঁজি খাটিয়ে ব্যবসা পরিচালনা করে সাবলম্বী হতে পারবেন।’
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাহ রিয়াজুল হান্নান রিয়াজ। এ সময় তিনি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, ‘আমার মরহুম বাবার প্রতি এলাকার আপামর জনসাধারণের অগাধ আস্থা ও বিশ্বাস ছিল, তাই আপনাদের সঙ্গে নিয়ে 'ফকির মজনু শাহ্ সেতু' সহ এলাকার ব্যাপক উন্নয়নে কাজ করেছিল। তিনি যেসব কাজ করে যেতে পারেননি, তা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের পূর্ণ সমর্থন পেলে অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সমাধান করব ইনশাআল্লাহ।’
এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি শাহনাজ পারভীন শিখা এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক শারমিন সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতা আফজাল হোসাইন।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, জেলা বিএনপি নেতা আজগর হোসেন খান, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সাবেক সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
পাশাপাশি উপজেলা বিএনপির অন্তর্গত ১১ টি ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। কর্মশালায় উপজেলার বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক গুরুত্বপূর্ণ নারীনেত্রী উপস্থিত ছিলেন।
আমাদের সময়/আরডি
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের