মৌসুমীর জন্মদিনে যা বললেন সানী
বাংলা সিনেমার প্রিয়দর্শিনী’খ্যাত চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন আজ (৩ নভেম্বর)। তবে বিশেষ এই দিনটি দেশে নেই তিনি, আছেন সুদূর যুক্তরাষ্ট্রে। অনেকদিন ধরেই দেশটিতে বসবাস করছেন এই চিত্রনায়িকা। গত বছরও জন্মদিন পালন করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। আর তার স্বামী চিত্রনায়ক ওমর সানী ছিলেন দেশে।
এবারের জন্মদিনে তাদের দেখা হচ্ছে না তাদের। তবে ভালোবাসার প্রকাশ থেমে থাকেনি। আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী মৌসুমীকে শুভেচ্ছা জানিয়ে সানী লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব।’
বলা দরকার, ২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। দেশে ফেরার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। গত বছর জন্মদিনে দেশে না থাকায় মন খারাপের কথা সংবাদমাধ্যমে জানিয়েছিলেন এই অভিনেত্রী।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
বলেছিলেন, ‘দেশে থাকলে ভক্তরা শুভেচ্ছা জানাতেন, প্রিয়জনেরা বাড়িতে আসতেন কেক-ফুল নিয়ে। বিদেশে বসে সেই পরিবেশটাকে খুব মিস করি।’
উল্লেখ্য, ১৯৭৩ সালের ৩ নভেম্বর জন্মগ্রহণ করেন মৌসুমী। তার পুরো নাম শামীমা আখতার জামান, বাবা নাজমুজ্জামান মনি এবং মা শিরিন আখতার। মৌসুমীর প্রথম সিনেমা ছিল ‘কেয়ামত থেকে কেয়ামত’। যেখানে তিনি অভিনয় করেন বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহর বিপরীতে। এটি তাদের দু’জনেরই প্রথম সিনেমা। আর প্রথম সিনেমা দিয়েই দর্শকের মন জয় করেন তারা।
আমাদের সময়/ এসএ