মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে: নুরুদ্দিন অপু
মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
রোববার (২ নভেম্বর) শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগকালে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। এজন্য মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে আবারও দেশের উন্নয়ন হবে। আর আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে কাজ করবো, ইনশাআল্লাহ।’
গণসংযোগে শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন সরদার, সাবেক উপদেষ্টা দেলোয়ার হোসেন শিকারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু সরদার, গোসাইরহাট উপজেলা বিএনপির আহবায়ক কে এম সিদ্দিক আহমেদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমাদের সময়/আরডি