ধানের শীষে ভোট দিলে দেশ ও দেশের জনগণ নিরাপদে থাকবে: মিল্টন
ধানের শীষের ভোট চেয়ে ঢাকা-১৫ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, ‘ধানের শীষে ভোট দিলে দেশ ও দেশের জনগণ নিরাপদে থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের আমল তার বড় উদাহরণ। এবারও জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের নেতা তারেক রহমানের হাতে দেশ নিরাপদ থাকবে।’
শনিবার (১ নভেম্বর) উত্তর কাফরুল এলাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভাপতি তিনি এসব কথা বলেন। এতে আরও বক্তব্য দেন কাফরুল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া শিপু, বিএনপি নেতা হাবিবুর রহমান রাব্বি, শ্রমিক দলের শহিদুল ইসলাম, শামীম হোসেন প্রমুখ।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ মতবিনিময় সভায় যুবদলের সাবেক নেতা শফিকুল ইসলাম মিল্টন শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং এগুলো সমাধানের আশ্বাস দেন। ভবিষ্যতে সবাই যদি ধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনেন তাহলে এলাকার যাবতীয় সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান। এ সময় সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি।
আমাদের সময়/জেআই
আরও পড়ুন:
মৌচাকের গোল্ডেন প্লাজায় অগ্নিকাণ্ড