সালমান ভক্তদের স্লোগানে উত্তাল প্রেসক্লাব
সালমান শাহ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রাজপথে নামলেন সালমান ভক্তরা। আজ শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করলেন তারা। এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমাদের এক দাবি, সালমান হত্যার বিচার চাই’- এমন স্লোগানে মুখর হয়ে উঠে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ।
আয়োজিত এই মানববন্ধনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শত শত সালমান ভক্তরা অংশ নেন। সবার দাবি একটাই- সালমান শাহ হত্যার বিচার চাই।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা আজ এখানে দাঁড়িয়েছি আমাদের প্রিয় নায়ক সালমান শাহর হত্যার বিচার চাইতে। মামলার ১০ দিন পার হলেও এখনো কোনো অগ্রগতি নেই। প্রধান আসামি সামিরা হক ও অভিনেতা ডন প্রকাশ্যে ঘুরে বেড়াতেন, এখন তারা পালিয়ে গেছেন। যদি সত্যিই আত্মহত্যা হয়, তবে তারা পালালেন কেন?’
আরও পড়ুন:
স্ত্রীর কবরের পাশে পরীর নানা সমাহিত
তারা আরও বলেন, সালমান শাহ জীবিত অবস্থায় তিনবার হামলার শিকার হয়েছিলেন। প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়েছিলেন। একজন সফল, জনপ্রিয় ও পরিশ্রমী মানুষ আত্মহত্যা করতে পারেন না। রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে সুরক্ষা দেওয়া। কিন্তু তা না হয়ে এখন হত্যাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে।’
এ সময় ভক্তরা হুঁশিয়ারি দেন- অনতিবিলম্বে আসামিদের গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া শুরু না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনে যাবেন তারা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
মানববন্ধনে ভার্চুয়ালি বক্তব্য দেন সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। তিন দশক দেরিতে হলেও আমরা আশাবাদী, এবার সালমান শাহ হত্যার বিচার পাবো। আমি অনুরোধ করছি, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করা হোক।’
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন বাংলা সিনেমার রাজপুত্র সালমান শাহ। দীর্ঘ তিন দশক পরও তার মৃত্যুর বিচার হয়নি। সম্প্রতি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডনসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আমাদের সময়/ এসএ