সিলেটে সিপিবি-বাসদের ২৩ নেতাকর্মী আটক

সিলেট ব্যুরো
০১ নভেম্বর ২০২৫, ১৭:৩৩
শেয়ার :
সিলেটে সিপিবি-বাসদের ২৩ নেতাকর্মী আটক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনকে নিজ বাসা থেকে এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর কার্যালয় থেকে পৃথক অভিযানে ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) মধ্যরাতে সিলেট নগরীর আখালিয়া কালীবাড়ি এলাকা থেকে ও শনিবার (১ নভেম্বর) সকালে নগরীর আম্বরখানায় বাসদের কার্যালয় থেকে তাদের আটক করে কোতোয়ালি থানায় যায় পুলিশ।

ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে বাসদের সিলেট কার্যালয় থেকে নেতাকর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা সত্ত্বেও ব্যাটারি রিকশা শ্রমিকরা নগরীতে কর্মসূসি করতে চেয়েছিল। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকা সন্দেহে তাদের আটক করা হয়। যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পেলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

তবে বাসদ সিলেট জেলার সভাপতি আবু জাফর বলেন, ‘ব্যাটারিচালিত রিকশার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়াসহ বিভিন্ন দাবিতে নগরের চৌহাট্টা থেকে পূর্বঘোষিত ‘ভূখা মিছিল’ কর্মসূচি ছিল। শুক্রবার রাতে পুলিশ এ কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেয়। এরপর আমরা কর্মসূচি স্থগিত করি। কিন্তু রাতে নিষেধাজ্ঞা দেওয়ায় আমরা সব শ্রমিককে বিষয়টি অবহিত করতে পারিনি। তাই আজ সকালে শহীদ মিনার এলাকায় কছেকজন জড়ো হন।’ 

নিজেদের কার্যালয়ে শ্রমিকদের কেউ ছিলেন না দাবি করে তিনি বলেন, ‘কার্যালয়ে আমাদের নিয়মিত পাঠচক্র চলছিল। সেখানে আচমকা অভিযান চালিয়ে পুরো অফিস ঘেরাও করে ২২ নেতাকর্মীকে ধরে নিয়ে যায় পুলিশ।’

আমাদের সময়/আরডি