জাতীয় ছাত্রশক্তি ঢাবি শাখার নেতৃত্বে মুদ্দাসসির ও আল আমিন

ঢাবি প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৫, ২২:৫১
শেয়ার :
জাতীয় ছাত্রশক্তি ঢাবি শাখার নেতৃত্বে মুদ্দাসসির ও আল আমিন

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠনের মাধ্যমে প্রকাশিত জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদ কমিটি অনুমোদন করা হয়েছে। 

শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তি অনুযায়ী জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, সাধারণ সম্পাদক আল আমিন সরকার এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।

আমাদের সময়/জেএইচ