‘পতিত দলটি হিন্দুদের কোনো উপকার করেনি, বরং চরমভাবে ক্ষতি করেছে’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতা যুদ্ধের পরে আমাদের এই বাংলাদেশকে একভাবে পরিচালনা করা হতো। বিশেষ করে একটি সম্প্রদায় তথা হিন্দুদেরকে অন্যভাবে, ভিন্ন চোখে দেখানো হতো। বোঝানো হতো তারা এদেশে পর নির্ভরশীল। একটি দলের আশ্রয়ে তারা এখানে বসবাস করেন। ওই দলটি ছিল তাদের স্বঘোষিত অভিভাবক। কিন্তু দুঃখের বিষয় পতিত সেই দলটি হিন্দুদের কোনো উপকার করেনি। বরং চরমভাবে ক্ষতি করে এসেছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সনাতনী শাখার আয়োজনে অনুষ্ঠিত হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সনাতনী শাখার ডুমুরিয়া উপজেলা সভাপতি কৃষ্ণ নন্দী। সঞ্চালনায় ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেব প্রসাদ মণ্ডল।
অধ্যাপক পরওয়ার বলেন, ‘২৪’র গণঅভ্যুত্থানের পরে দেশে পরিবর্তন এসেছে। সেই স্বঘোষিত ফ্যাসিস্টরা এখন বিদায় নিয়েছে। এখন দেশের সব ধর্ম-বর্ণের মানুষ স্বাধীন। আমরা সবাই বাংলাদেশি। স্বাধীন নাগরিক হিসেবে আপনাদের রাজনীতি করার অধিকার আছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই আহ্বান জানিয়েছিল, আর আপনারা সাড়া দিয়ে আমাদের পতাকাতলে এসেছেন। আজ আপনারা যে গণজোয়ার সৃষ্টি করেছেন, তা আমরা স্মরণে রাখব।’
তিনি আরও বলেন, ‘আমি কথা দিচ্ছি—আজ থেকে আপনারা মুক্ত আকাশে স্বাধীনভাবে রাজনীতি করবেন। আপনারা জামায়াতে ইসলামীর বীর সৈনিক। কোনো চাঁদাবাজ, অস্ত্রবাজ বা সন্ত্রাসীর ভয় পাবেন না।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট আবুল খায়ের, উপজেলা শাখার সহসভাপতি ডা. হরিদাশ মণ্ডল, জামায়াত নেতা মোসলেম উদ্দিন শেখ, সাংগঠনিক সম্পাদক শিক্ষক গৌতম কুমার মণ্ডল, অ্যাডভোকেট অশোক কুমার সিংহ, অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরদার, ডা. সুদীপ্ত সুন্দর মণ্ডল, স্বদেশ হালদার, প্রভাষ কুমার সরদার, প্রিয়াঙ্কা রাণী মণ্ডল ও ডা. নিত্যানন্দ রায় প্রমুখ।
অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন গোলাম পরওয়ারের ছেলে মো. আতাউল্লাহ সালমান।
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের
আমাদের সময়/আরডি