রাজধানীতে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর যাত্রাবাড়ীতে সিএনজিচালিত একটি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল মজিদ (৬০) নামের এক ডিশ ব্যাবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বন্ধু মোটরসাইকেলচালক আলমগীর (৫২)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
তবে আহত অবস্থায় তাদের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিলে বৃহস্পতিবার রাত পোনে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন। আহত আলমগীরকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহত মজিদ যশোর চৌগাছা উপজেলায় ইন্টারনেট ও ডিসের ব্যাবসায় করতেন এবং একই উপজেলার জামালতা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
মজিদের বন্ধু আহত আলমগীর জানান, বন্ধু দুই মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়েছিলেন। তারা কক্সবাজার, রাঙ্গামাটিসহ বিভিন্ন এলাকা ঘুরে ঢাকায় ফেরার পথে, যাত্রাবাড়ী থানাধীন ডাচ্ বাংলা ব্যাংকের সামনে সিএনজিচালিত একটি অটোরিকশা তাদের একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল ছিটকে পড়ে মজিদ গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।’