বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন: শহিদুল ইসলাম

শরীয়তপুর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৫, ১৮:৩৬
শেয়ার :
বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন: শহিদুল ইসলাম

আগামী নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যাইতে পারে, তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর শরীয়তপুরে আগমন উপলক্ষ্যে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘আজ আপনারা এখানে জড়ো হয়েছেন দীর্ঘ বছর পরে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর আগমন উপলক্ষে। আমি মনে করি শরীয়তপুরবাসীর জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ দিন। এই নুরুদ্দিন অপুর দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে বারবার জীবন বাজী রেখে এখানে এসেছে। মিয়া নুরুদ্দিন জেল না খাটলেও পারত, কিন্তু তিনি দলের প্রশ্নে, দেশের প্রশ্নে, তারেক রহমানের প্রশ্নে তার (অপুর) এত অত্যাচার করার পরেও একটি শব্দ বিএনপির বিরুদ্ধে আদায় করতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস, আজকে শরীয়তপুরের তিনটি আসনে বিএনপির যে গণজাগরণের সৃষ্টি হয়েছে। আগামী নির্বাচনে শরীয়তপুরের তিনটি আসনে ধানের শীষ বিজয়ী হবে। ১৭ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে শরীয়তপুরের মানুষের কোনো ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আগামী নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যাইতে পারে, তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। আর মিয়া নুরুদ্দিন অপুর নেতৃত্বে শরীয়তপুরে উন্নয়নের জোয়ার বইবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এ কে এম নাসির উদ্দীন কালু, সহ-সভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম ও মাহবুব আলম তালুকদার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, কৃষক দলের সহ-সভাপতি কর্নেল (অব.) এস এম ফয়সাল, সহ-সাধারণ সম্পাদক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর, মহিলা দলের সমাজ কল্যাণ সম্পাদক সাথী হিরু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু সরদার প্রমুখ।

আমাদের সময়/আরডি