ধর্ম অবমাননার অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে বহিষ্কার

ঢাবি প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৫, ১১:৩২
শেয়ার :
ধর্ম অবমাননার অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের আবরার ফাইয়াজ নামে এক শিক্ষার্থীকে ধর্ম অবমাননার অভিযোগে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ স্বাক্ষরিত প্রক্টর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা একই বিভাগের আবরার ফাইয়াজের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনেন। তারা আবরার ফাইয়াজের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্টর বরাবর গত ২৬ অক্টোবর লিখিত আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঘটনার সত্যতা উদ্ঘাটনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। কমিটির সুপারিশ এবং ভিসির অনুমোদনের পরিপ্রেক্ষিতে আবরার ফাইয়াজকে বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।

আমাদের সময়/এএস