ইবি শিক্ষকের অডিও ভাইরাল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

ইবি সংবাদদাতা
২৯ অক্টোবর ২০২৫, ২২:১৮
শেয়ার :
ইবি শিক্ষকের অডিও ভাইরাল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝি একই বিভাগের এক নারী শিক্ষার্থী সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ‘আব্দুল্লাহ বিন আসাদ’ নামে এক ফেসবুক আইডি থেকে ৪ মিনিট ৭ সেকেন্ডের ওই অডিওটি প্রকাশিত হয়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

অডিওতে অধ্যাপক মিঝিকে নিজ বিভাগের শিক্ষার্থীদের উচ্চস্বরে ধমক দিতে এবং একজন নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে অশোভন মন্তব্য করতে শোনা যায়।

এ ঘটনার প্রতিবাদে বুধবার (২৯ অক্টোবর) প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা প্রশাসনের কাছে ৭২ ঘণ্টার মধ্যে দোষীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে মন্তব্য করে তিনি শুধু নারীদের অবমাননা করেননি, নিহত শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকেও অসম্মান করেছেন।’

এসময় শিক্ষার্থীরা উপাচার্য বরাবর পাঁচ দফা লিখিত দাবি দাখিল করেছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— সাজিদ হত্যার দ্রুত বিচার, সংশ্লিষ্ট শিক্ষকের বহিষ্কার, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি গঠন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং আন্দোলনকারীদের নিরাপত্তা ও একাডেমিক ক্ষতি না হওয়ার নিশ্চয়তা প্রদান।

এদিকে সংবাদ সম্মেলনে অধ্যাপক মিঝি ঘটনাটিকে ‘ব্যক্তিগত ভুল’ ও ‘স্লিপ অব টাং’ বলে আখ্যা দিয়ে অনুশোচনা প্রকাশ করেছেন।

বিষয়টি নিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। সাজিদ হত্যার ঘটনায় সিআইডিকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। যদি কোনো মানহানিকর মন্তব্য হয়ে থাকে, তা শিক্ষকের জন্য অনুচিত। সংশ্লিষ্ট শিক্ষক যেমন দুঃখ প্রকাশ করেছেন, আমরাও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’