‘রোবট আর্মি’ তৈরি করছেন ইলন মাস্ক!
টেসলার পরবর্তী বড় প্রকল্প হিউম্যানয়েড রোবট অপটিমাস উন্মোচন করেছেন ইলন মাস্ক। রোবটটি কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য হয়ে উঠতে পারে বলে মনে করছেন ধনকুবের মাস্ক।
টেসলার তৃতীয় প্রান্তিকের আয় প্রকাশের সময় বৃহদায়তনে ‘রোবট আর্মি’ গড়ার পরিকল্পনার কথা জানান তিনি। এ লক্ষ্যে আগামী কয়েক বছরে ১০ লাখ অপ্টিমাস ইউনিট উৎপাদন করা হবে বলে আশাবাদী মাস্ক।
তিনি বলেন, ‘ভবিষ্যতে এসব রোবট কারখানা, সরবরাহ ব্যবস্থাপনা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা এবং ঘরের সহায়তাসহ বিভিন্ন শিল্পে কাজ করবে।’ খবর ইন্ডিয়া টুডে।
আরও পড়ুন:
যে গ্রহে হয় বালুবৃষ্টি