ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রনেতাকে শোকজ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ড নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে দুই শিক্ষার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।
শোকজপ্রাপ্তরা হলেন- জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার সাধারণ সম্পাদক মো. শামীম এবং ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি ইসমাঈল হোসেন রাহাত।
সোমবার (২৭ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান তাদের এ নোটিশ প্রদান করেন।
প্রক্টর অফিস থেকে পাঠানো নোটিশে উল্লেখ করা হয়, গত ২৬ অক্টোবর এক মিছিল শেষে শহীদ সাজিদ আব্দুল্লাহ হত্যার প্রসঙ্গে দুই শিক্ষার্থী মন্তব্য করেন ‘হত্যাকারীর বিষয়ে প্রশাসন অবগত থাকলেও, ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টি হবে বলে তাদের গ্রেপ্তারে অনুমতি দিচ্ছে না।’ তাদের এ বক্তব্য বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
এ বিষয়ে নোটিশে বলা হয়েছে, কেন তারা এমন মন্তব্য করেছেন এবং এর উৎস কী তা আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রক্টর দপ্তরে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।
উল্লেখ্য, সাজিদ আব্দুল্লাহ হত্যার ১০০তম দিন উপলক্ষে আয়োজিত ‘প্রতীকী লাশ মিছিল’ শেষে সমাবেশে এই মন্তব্য করেন দুই শিক্ষার্থী। সেই অনুষ্ঠানে মো. শামীম বলেন, ‘জানা গেছে, সিআইডি ইতিমধ্যে খুনির সন্ধান পেয়েছে। কিন্তু প্রশাসন ক্যাম্পাসের স্থিতিশীলতার কথা বলে গ্রেপ্তারের অনুমতি দিচ্ছে না।’ একই বক্তব্য পুনরায় উল্লেখ করেন ইসমাঈল হোসেন রাহাত।
এ বিষয়ে জানতে চাইলে ইসমাঈল হোসেন রাহাত বলেন, ‘আমি আসলে শামীম ভাইয়ের বক্তব্য কোট করেছি, আমার নিজস্ব কোনো সূত্র জানা নেই।’
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
অন্যদিকে মো. শামীম বলেন, “বিভিন্ন ফেসবুক পেজে নানা গুঞ্জন দেখেছি, হয়তো অনিচ্ছাকৃতভাবে বলেছি ‘জানতে পেরেছি’। এটা আসলে আমার স্লিপ অব টাং ছিল। এজন্য আমি দুঃখিত। তবে আমার বক্তব্য উদ্ধৃত করা রাহাতের উচিত হয়নি।”
আমাদের সময়/এফএম