অঝোরে কাঁদলেন মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক
২৮ অক্টোবর ২০২৫, ১৩:৪৯
শেয়ার :
অঝোরে কাঁদলেন মাহিয়া মাহি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির জন্মদিন ছিল গতকাল সোমবার (২৭ অক্টোবর)। বিশেষ এই দিনটিতে দেশে নেই তিনি, আছেন সুদূর যুক্তরাষ্ট্রে। সেখানে বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দিনটি পালন করলেও, মন পড়ে আছে দেশের মাটিতে। একমাত্র সন্তান ফারিশের কাছে।

গতকাল মাহির স্বামী রাকিব সরকারের ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, ফারিশ কেক কেটে মা মাহিকে শুভেচ্ছা জানাচ্ছে আর ছোট্ট স্বরে স্পষ্ট করে বলছে, ‘হ্যাপি বার্থডে মা।’ ভিডিওটি দেখে মাহি অঝোরে কাঁদতে থাকেন।

দেশের একটি গণমাধ্যমকে মাহি বলেন, ‘আমার ছোট্ট বাবাটা এবার কথা বলা শিখেছে। গত বছরের জন্মদিনে এত পরিষ্কার করে কথা বলতে পারত না। এবার সে আমার জন্মদিনের কেক কাটছে আর বলছে, “হ্যাপি বার্থ ডে মা।” আমি নিউইয়র্কে, ছেলের থেকে অনেক দূরে। কিন্তু ফারিশ যেভাবে “মা মা” বলে ডাকছে, মনে হয়েছে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরব। গালে, কপালে অনেকগুলো চুমু দিতে চাই। এত দূর থেকেও মা-ছেলের সেই আবেগ অনুভব করা, শুধু একজন মা-ই বুঝবে। ভিডিওটি যতবার দেখি, অঝোরে কাঁদেছি। কান্না থামাতে পারিনি। আমার মন দৌড়ে ছেলের কাছে চলে যেতে চাইছে।’

এদিকে, গতকাল এই আবেগঘন মুহূর্তের পাশাপাশি মাহি জন্মদিনে বন্ধুদের সঙ্গে কেক কাটার ছবি ও মুহূর্তগুলোও ফেসবুকে শেয়ার করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘দূরে কোথাও গেলে সব সময় মনে হয় আমার একটা ঘর থাকুক, যেখানে ফিরে আসার পিছুটান থাকবে। সেখানে কেউ আমার জন্য অপেক্ষা করুক, আমার কিছু লাগবে কি না খবর রাখুক, মন খারাপ হলে পাশে বসুক, কেঁদো না, আমরা আছি তো বলুক… তোমরা আমার সেই ঘর, আপু, ভাইয়া… জীবন সুন্দর। আমি কিন্তু আসলেই চমকে গেছি।’

উল্লেখ্য, ২০১২ সালে শাহীন সুমনের ‘ভালোবাসার রঙ’ সিনেমার মধ্যদিয়ে শোবিজে যাত্রা শুরু হয় মাহির। বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে প্রথম সিনেমাতেই জনপ্রিয়তা পান তিনি। এরপর একে একে ‘অগ্নি’, ‘পোরামন’, ‘দেশা দ্য লিডার’র মতো সিনেমায় নিজেকে প্রমাণ করেছেন ঢালিউডের অন্যতম নায়িকা হিসেবে। সর্বশেষ তাকে দেখা গেছে হিমেল আশরাফের ‘রাজকুমার’ সিনেমায়, যেখানে তিনি শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেন।

ব্যক্তিজীবনে ২০১৬ সালে পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু ২০২১ সালের জুনে তাদের বিচ্ছেদ ঘটে। একই বছরের সেপ্টেম্বরে তিনি বিয়ে করেন গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে। ২০২৩ সালের ২৮ মার্চ তাদের ঘরে আসে পুত্রসন্তান ফারিশ।

আমাদের সময়/ এসএ