কিবরিয়া মজুমদার ও জাহাঙ্গীরের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
সাবেক যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারের পাঁচটি এবং বিএফভিপিইএ’র সভাপতি জাহাঙ্গীরের ১৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
সোমবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন।
কিবরিয়া মজুমদারের মামলায় দুদকের পরিচালক আবুল হাসনাত এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আরও পড়ুন:
চীনা অ্যাপের ফাঁদে পড়ে নিঃস্ব মানুষ
আবেদনে বলা হয়, সাবেক যুগ্ম সচিব এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের একান্ত সচিব (পিএস) কিবরিয়া মজুমদারের বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও নিয়োগ দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে জানা গেছে, কিবরিয়া মজুমদারের নামীয় ৫টি সচল ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেন ও ৩৮ লাখ ৮১ হাজার ৪৭৭ টাকা স্থিতি থাকার তথ্য পাওয়া যায়। কিবরিয়া মজুমদার বর্তমানে জেল হাজতে আটক থাকলেও তার পক্ষে পরিবারের অন্য কেউ টাকা উত্তোলন করে গোপন বা পাচার করতে পারে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে কিবরিয়া মজুমদারের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।
জাহাঙ্গীরের মামলায় দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামান ১৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
আবেদনে বলা হয়, জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে কৃষিপণ্য রপ্তানির নামে ইনভয়েসিং করে শত শত কোটি টাকা মানিলন্ডারিংসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান পর্যায়ে পাওয়া তথ্য-উপাত্তে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কিছু ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। হিসাবসমূহের অর্থ যেকোনো সময় উত্তোলন করে হস্তান্তর, রূপান্তর স্থানান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। মানিলন্ডারিং অপরাধের অনুসন্ধানের শেষ পর্যন্ত এসব অর্থের কোনোরূপ হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তর বন্ধ করা প্রয়োজন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে জাহাঙ্গীর হোসেন বা প্রতিষ্ঠানের নামে এ যাবৎ পাওয়া ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা আবশ্যক।
আমাদের সময়/জেএইচ