মেট্রোরেল ট্র্যাজেডি, যা বললেন সিয়াম

বিনোদন ডেস্ক
২৭ অক্টোবর ২০২৫, ১৪:০৭
শেয়ার :
মেট্রোরেল ট্র্যাজেডি, যা বললেন সিয়াম

গতকাল রোববার রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশন এলাকায় বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম নামের এক যুবক নিহত হয়েছেন। এমন মর্মান্তিক দুর্ঘটনায় হতবাক হয়েছেন নেটিজেনরা। তাদের অধিকাংশই এজন্য মেট্রোরেল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও উদাসীনতাকে দায়ী করছেন। একইসঙ্গে শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ থেকে তারকাদের অনেকে।

মেট্রোরেল ট্র্যাজেডি নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেতা সিয়াম আহমেদও। তিনি এ ধরনের দুর্ঘটনায় সমবেদনা ছাড়াও দায়িত্বশীল কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন বলে উল্লেখ করেছেন।

এক ফেসবুক পোস্টে অভিনেতা লিখেছেন, ‘ঢাকা মেট্রোরেল ট্র্যাজেডির ভয়াবহতা আমাকে অসাড় করে তোলে এবং সত্যি বলতে বীতশ্রদ্ধ করে। আমরা অবকাঠামো নির্মাণে জন্য ট্যাক্স (কর) দিই, যা আমাদের জীবনকে উন্নত করবে, ধ্বংস করবে না। তার পরিবর্তে আমার টাকা সেই জিনিস তৈরি করতে সাহায্য করেছে, যা একটি পরিবারের প্রিয়জনের ওপর ভেঙে পড়ে।’

দুঃখপ্রকাশ করে সিয়াম আরও বলেন, ‘পরিহাসটা খুবই যন্ত্রণাদায়ক: অন্যান্য দেশে আপনি দুর্ঘটনাবশতঃ রেললাইনের ওপর পড়ে যেতে পারেন। এই অভিশপ্ত দেশে, রেললাইন ও তার টুকরো আকাশ থেকে আপনার ওপর আকস্মিকভাবে পড়ে যায়। এটি সৃষ্টিকর্তার কাজ নয়। এটি গাফিলতির করুণ, মারাত্মক পরিণতি, যেখানে সংশ্লিষ্ট প্রতিটি পক্ষ দাবি করবে যে তারা “এটি ভুলভাবে তৈরি করেনি”, “চেক করতে ভুলেনি” এবং “তাদের কর্তব্য এড়িযে যায়নি”।’

সবশেষে এই ধরনের দুর্ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনার বিষয়টিও তুলে ধরে সিয়াম বলেন, ‘আমাদের সমবেদনা ছাড়াও আরও বেশিকিছু প্রয়োজন; এই বিশাল ব্যর্থতার কারণে আমাদের জবাব ও জবাবদিহিতা প্রয়োজন।’ 

আমাদের সময়/ এসএ