ঢাকায় ডাক পেলেন যেসব বিএনপি নেতা
আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় একক প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে বিএনপি। আসনভিত্তিক পাঁচটি জরিপের পাশাপাশি সাংগঠনিক টিমের মতামতের ভিত্তিতে একটি তালিকাও এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। এ তালিকা ধরে চলতি মাসে একক প্রার্থী ঘোষণা দিতে চায় দলটি। তালিকায় স্থান পাওয়া সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে দলের স্থায়ী কমিটির নেতাদের মতামতও নেওয়া হচ্ছে। প্রার্থী ঘোষণার পর যাতে বিরোধ দেখা না দেয়, সে জন্য সম্ভাব্য প্রার্থী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থী এবং জেলা ও মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেন্দ্রের ডাক পেয়ে এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতারা এখন ঢাকায় জড়ো হয়েছেন। আমাদের সময়ের ব্যুরো, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরÑ
রাজশাহী : কেন্দ্রের ডাক পেয়ে ইতোমধ্যে রাজশাহীর বিভিন্ন আসনের মনোনয়নপ্রত্যাশীরা রাজধানীর পথে রওনা হয়েছেন। আজ বিকাল ৪টায় গুলশানের দলীয় কার্যালয়ে তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। দলটির একাধিক নেতাকর্মী এসব তথ্য নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগর ও জেলার ৬টি আসনে প্রায় ৫০-৬০ জন প্রার্থীকে কেন্দ্রে ডাকা হয়েছে।
রাজশাহী-১ আসনের মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন, আমি ডাক পেয়েছি। বিকালে সাক্ষাৎকার শুরু হবে। এখানে প্রত্যেক প্রার্থীকেই ডাকা হয়েছে। হয়তো বা দলের হাইকমান্ডের সঙ্গে প্রার্থীদের কোনো দিকনির্দেশনা দেওয়া হবে।
রাজশাহী-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপির মিডিয়া সেলের সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা বলেন, রাজশাহী-৫ আসনের ৭ জন প্রার্থীকে ডাকা হয়েছে। তারাই মাঠে সরব ছিলেন।
খুলনা : খুলনা বিভাগের ৩৬টি আসন থেকে মনোনয়নপ্রত্যাশী নেতারা ঢাকায় গেছেন। ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আজ বিকালে খুলনা বিভাগের ১০ জেলার মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
খুলনা জেলার ছয়টি আসনের মনোনয়নপ্রত্যাশী কয়েকজন জানান, তারা ফোন ও ম্যাসেজ পেয়ে ঢাকায় গেছেন। এদের প্রত্যেকেই নিজেকে যোগ্য প্রার্থী দাবি করে তাকেই মনোনয়ন দেওয়া হবে বলে মনে করেন।
কুমিল্লা : জেলার ১১টি আসনের অন্তত ২৪ জনকে গতকাল গুলশান কার্যালয়ে ডাকা হয়। এতে মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকে যাকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে কাজ করার জন্য অঙ্গীকার নেওয়া হয়। দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) : অধ্যাপক সেলিম ভূঁইয়া, ইঞ্জিনিয়ার আবদুল মতিন, মো. আখতারুজ্জামান। কুমিল্লা-৩ (মুরাদনগর) : শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা-৪ (দেবিদ্বার) : ইঞ্জিনিয়ার মঞ্জরুল আহসান মুন্সী, এমএ আউয়াল খান, এএফএম তারেক মুন্সী, ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী, অ্যাডভোকেট রেহানা পারভীন। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) : মিজানুর রহমান, জসিম উদ্দিন, ব্যারিস্টার আবদুল্লাহ শাল মামুন, আলাউদ্দিন আহমেদ। কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন, সেনানিবাস, সদর দক্ষিণ) : হাজী আমিনুর রশিদ ইয়াসিন, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা-৭ (চান্দিনা) : আতিকুল ইসলাম শাওন, ইঞ্জিনিয়ার কাজী শাখাওয়াত, মোস্তাফিজুর রহমান জাহিদ। তবে এ আসনে এলডিপি সাধারণ সম্পাদক রেদোয়ার আহমেদকে ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। কুমিল্লা-৮ (বরুড়া) : জাকারিয়া তাহের সুমন। কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) : মোহাম্মদ আবুল কালাম, সাবেক সচিব একেএম জাহাঙ্গীর আলম, সামিরা আজিম দোলা, সাংবাদিক শফিকুর রহমান শফিক, ড. রশিদ আহমেদ হোসাইনী। কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, লালমাই) : আব্দুল গফুর ভূঁইয়া, মনিরুল হক চৌধুরী, মোবাশ্বের আলম ভূইয়া। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) : মোহাম্মদ কামরুল হুদা।
যশোর : জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন গতকাল সন্ধ্যায় জানান, জেলার ৬টি আসনের মনোনয়নপ্রত্যাশী সবাইকে বৈঠকে ডাকা হয়। এ ছাড়া দলের স্থানীয় একাধিক সূত্রের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, জেলার ২২ মনোনয়নপ্রত্যাশী ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছেন। তারা হলেন- যশোর-১ (শার্শা) : কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, আবুল হাসান হাসান জহির, খায়রুজ্জামান মধু, নুরুজ্জামান লিটন। যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) : সাবিরা নাজমুল মুন্নী, মিজানুর রহমান খান, জহুরুল ইসলাম, অ্যাডভোকেট মো. ইসহক, ইমরান সামাদ নিপুণ। যশোর-৩ (সদর) : এ আসনে অনিন্দ্য ইসলাম অমিতকে ইতোমধ্যে একক প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে। যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও বসুন্দিয়া ইউনিয়ন) : ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, ফারাজী মতিয়ার রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নূরে আলম সিদ্দিকী সোহাগ।
যশোর-৫ (মনিরামপুর) : অ্যাডভোকেট শহিদ মোহাম্মদ ইকবাল, আসাদুজ্জামান মিন্টু, ইফতেখার সেলিম অগ্নি, অ্যাডভোকেট এমএ গফুর। যশোর-৬ (কেশবপুর) : অমলেন্দু দাস অপু, আবুল হোসেন আজাদ, মোস্তাফিজুর রহমান, রওনাকুল ইসলাম শ্রাবণ, আবদুস সামাদ বিশ্বাস।
মাদারীপুর : জেলার তিনটি আসনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কয়েকজন নেতা ডাক পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তারা হলেনÑ সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু, কামাল জামান নুরুদ্দিন মোল্লা, আনিসুর রহমান তালুকদার খোকন, খোন্দকার মাশুকুর রহমান, জাহান্দার আলী জাহান ও হেলেন জেরিন খান।
ফেনী : জেলার দুই আসনে ডাক পেয়েছেন জয়নাল আবেদীন ভিপি জয়নাল, শেখ ফরিদ বাহার, আলাল উদ্দিন আলাল, গাজী হাবিবুল্লাহ মানিক, প্রফেসর এমএ খালেক, জিয়া উদ্দিন মিস্টার, মশিউর রহমান বিপ্লব ও হুমায়ূন পাটোয়ারী।
রাজবাড়ী : রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) : এ আসনে ডাক পেয়েছেন সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, অ্যাডভোকেট মো. আসলাম মিয়া, অ্যাডভোকেট কামরুল আলম ও আব্দুস সালাম মিয়া। রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি, কালুখালী) আসন থেকে সাবেক এমপি নাসিরুল হক সাবু, মো. হারুন-অর রশীদ, অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু ও মুজাহিদুল ইসলাম।
পিরোজপুর : পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসন থেকে গুলশান কার্যালয়ে ডাক পেয়েছেন নজরুল ইসলাম খান, অধ্যক্ষ আলমগীর হোসেন, সাইদুল ইসলাম কিসমত ও এলিজা জামান। পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনে আহম্মদ সোহেল মঞ্জুর, মাহমুদ হোসেন (ভিপি মাহমুদ), ফখরুল আলম, আহসান কবির ও আল বিরুনী সৈকত। পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে রুহুল আমিন দুলাল, কর্নেল (অব.) শাহজাহান মিলন, হুমায়ুন কবির এবং এ আর এম মামুন।
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদীখান) : মীর সরফত আলী সপু, শেখ মো. আব্দুল্লাহ, মো. মমিন আলী ও ফরহাদ হোসেন। মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) : ড. আসাদুজ্জামান রিপন, অ্যাডভোকেট আব্দুস সালাম ও মিজানুর রহমান সিনহা। মুন্সীগঞ্জ-৩ (মুন্সীগঞ্জ সদর-গজারিয়া) কামরুজ্জামান রতন, মো. মহিউদ্দিন আহমেদ, আ.ক.ম মোজাম্মেল হক। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আমাদের সময়কে বলেন, সোমবার রাত ৮টায় বিএনপির গুলশান কার্যালয়ে মুন্সীগঞ্জের তিনটি আসনের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক হবে। এতে অনলাইনে যুক্ত হতে পারেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা ত্যাগী তাদেরই মূল্যায়ন করা হবে বলে জানিয়েছে দলের হাইকমান্ড। আমি নিজেও মনোনয়নপ্রত্যাশী।
রাঙামাটি : জেলা থেকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ৩ নেতা কেন্দ্রীয় বিএনপির ডাক পেয়েছেন। তারা হলেন- সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, অ্যাডভোকেট দীপেন দেওয়ান ও লে. কর্নেল (অব) মনিষ দেওয়ান। দলীয় হাইকমান্ডের ডাক পেয়ে রাঙামাটি থেকে তিন মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা ঢাকায় গেছেন বলে জানিয়েছেন সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান। মুঠোফোনে আমাদের সময় তিনি বলেনÑ আমরা ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছি।
নাটোর : ঢাকায় ডাক পেয়েছেন- নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, ডা. ইয়াসির আরশাদ রাজন, তাইফুল ইসলাম টিপু। নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আসাদুজ্জামান আসাদ ও আবুল কাশেম। নাটোর-৩ (সিংড়া) আসনে দাউদার মাহমুদ, আনোয়ারুল ইসলাম আনু, ব্যারিস্টার মো. ইউসুফ আলী। নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে আব্দুল আজিজ ও ব্যারিস্টার রঞ্জু।
দিনাজপুর : ডাক পেয়েছেন অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সৈয়দ জাহাঙ্গীর আলম, হাফিজুর রহমান সরকার ও বক্তিয়ার আহমেদ কচি।
সুনামগঞ্জ : দলীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের পাঁচটি আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আজ সোমবার ভার্চুয়ালি কথা বলবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের দায়িত্বশীল নেতারা। সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-ধর্মপাশা-তাহিরপুর ও মধ্যনগর) আসন থেকে ডাক পেয়েছেন আনিসুল হক, কামরুজ্জামান কামরুল, সাবেক সংসদ সদস্য প্রয়াত নজির হোসেনের স্ত্রী সালমা নজির ও সম্পাদক মাহবুবুর রহমান। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী, তাহির রায়হান চৌধুরী পাভেল, আজমল হোসেন চৌধুরী জাবেদ। এই আসনের সাবেক এমপি অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ্ উদ্দিন চৌধুরী রুমি গতকাল বিকাল ৪টায় জানান, তাঁকে ওই সময় পর্যন্ত ডাকা হয়নি। ডাকা না হলে তিনি যাবেন না। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের কাউকে ডাকা হয়েছে কি-না জানা যায়নি। সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) থেকে ডাক পেয়েছেন দেওয়ান জয়নুল জাকেরীন এবং অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে কলিম উদ্দিন আহমদ মিলন ও মিজানুর রহমান চৌধুরীকে ডাকা হয়েছে বলে জানা গেছে।
টাঙ্গাইল : দলীয় মনোনয়নের সাক্ষাৎকারে ডাকা হয়েছে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভেকেট ফরহাদ ইকবাল।
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের