‘জীবনের ইতি কখন কোথায় ঘটে যাবে কেউ জানে না’
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। এ ঘটনায় সামাজিক মাধ্যমেও চলছে তুমুল আলোচনা-সমালোচনা। যোগ দিয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মানও।
আজ রোববার নিজের ফেসবুকে সাদিয়া লিখেছেন, ‘ফেসবুকে ঢুকেই এমন একটা নিউজ দেখে মনটা খারাপ হয়ে গেল। সত্যিই জীবনের ইতি কখন, কোথায় ঘটে যাবে কেউ জানে না। তবে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারও জন্যই কাম্য নয়। আল্লাহ আমাদের সবাইকে তার হেফাজতে রাখুন।’
সাদিয়ার পোস্টের কমেন্টবক্সে বিভিন্ন ধরণের মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, এই দেশে হাঁটতে হাঁটতেও মানুষ মরে যায়। অন্য একজন লিখেছেন, নিউজটি দেখে মন খারাপ হয়ে গেল।
আরও পড়ুন:
স্ত্রীর কবরের পাশে পরীর নানা সমাহিত
বলা দরকার, আজ রোববার দুপুর ১২টার দিকে কৃষিবিদ ইন্সটিটিউটের সামনের মেট্রো স্টেশনের পাশের পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত হন আবুল কালাম নামে এক যুবক।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। মেট্রোরেল চলার সময় হঠাৎ একটি বিয়ারিং প্যাড ওপর থেকে তার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আমাদের সময়/ এসএ