হকারদের নিয়ে বামদের মিছিল, ডাকসু প্রতিনিধিদের হুঁশিয়ারি

ঢাবি প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৫, ০৭:৪০
শেয়ার :
হকারদের নিয়ে বামদের মিছিল, ডাকসু প্রতিনিধিদের হুঁশিয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হকার ও বহিরাগত উচ্ছেদকে কেন্দ্র করে বামপন্থীরা হকারদের সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিল করে। তার প্রতিবাদে প্রক্টর অফিসের সামনে অবস্থান করেছে ডাকসু প্রতিনিধি ও একদল শিক্ষার্থী।

শনিবার (২৫ অক্টোবর) রাতে বামপন্থী সংগঠনগুলো হকারদের উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ করলে তার প্রতিবাদে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং সদস্য সর্ব মিত্রের নেতৃত্বে একদল শিক্ষার্থী নিয়ে প্রক্টর অফিসের সামনে অবস্থান ও স্লোগান দেয়।

ডাকসুর সদস্য সর্ব মিত্র চাকমা বলেন, ‘যেসব বামরা আজকে হকারদের উস্কে দিয়েছে তাদের যদি প্রশাসন শোকজ না করে আমি সর্ব মিত্র চাকমা পদত্যাগ করব।’

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, ‘বিকেলে প্রশাসন গিয়ে অবৈধ ভ্রাম্যমাণ দোকান ভেঙে দিয়ে আসছে। আর এখন বামরা তাদেরকে জড়ো করায়ে মিছিল করাচ্ছে ক্যাম্পাসে। এটা কি সার্কাজম নাকি? আমরা ব্যাক্তিজীবন নষ্ট করে ক্যাম্পাস সেফ রাখবো আর তারা এসে হাঙ্গামা করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অবিলম্বে এগুলো না থামালে পরবর্তী ঘটনার দায় তাদেরকে নিতে হবে।’

এই ব্যাপারে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহাম্মেদ বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা আমরা জোরদার করব। তবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু প্রক্টোরিয়াল টিমের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে আমরা সিটি কর্পোরেশন, মেট্রোরেল পুলিশ এবং শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি।’

তিনি আরও বলেন, আজ রবিবার প্রক্টোরিয়াল টিম ও ডাকসুর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এই আন্দোলনে আমাদের কোনো শিক্ষার্থী অংশ নিয়েছিল কিনা এবং তাদের দাবিগুলো কী ছিল, তা খতিয়ে দেখে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’