মাদারীপুরে ছাত্রলীগ নেতা লিখন সরদার আটক

মাদারীপুর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৫, ১৪:১১
শেয়ার :
মাদারীপুরে ছাত্রলীগ নেতা লিখন সরদার আটক

মাদারীপুরের কালকিনি পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন সরদারকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর এলাকার থেকে তাকে আটক করে কালকিনি থানা পুলিশ। তবে, কোন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে তা এখনও নিশ্চিত করেনি থানা পুলিশ।

এদিকে লিখন সরদারের আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন, আবার কেউ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘লিখন সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’