উপজেলা বিএনপির কমিটিতে ১৭ সনাতন ধর্মাবলম্বী
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণসহ ১৭ পদে সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীর ঠাঁই হয়েছে। সম্প্রতি ২০২ সদস্য বিশিষ্ট ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি, সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে সংখ্যালঘুদের স্থান পাওয়ায় অনেকেই অসাম্প্রদায়িকতার বিবেচনায় দলটির ইতিবাচক মনোভাব বলে মনে করছেন।
উপজেলা কমিটিতে যারা রয়েছেন
সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, কোষাধ্যক্ষ পদে অমিত সাহা, সহ কোষাধ্যক্ষ গোপাল সাহা, সহ ধর্ম বিষয়ক সম্পাদক রঞ্জিত মিত্র, মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সুবোধ রায়, নির্বাহী সদস্য পদে অরুন মণ্ডল ও সঞ্জিত বিশ্বাস।
পৌর কমিটিতে যারা রয়েছেন
সহসভাপতি পদে স্বপন কুমার সাহা, সহমহিলা বিষয়ক সম্পাদক সোমা রানী সাহা, সহধর্ম বিষয়ক সম্পাদক নারায়ণ চক্রবর্তী, নির্বাহী সদস্য বিভূতি-ভূষণ সাহা, গৌর চন্দ্র সাহা, স্বপন কুমার চক্রবর্তী, হরে কৃষ্ণ সাহা, তপন কুমার রাজবংশী, প্রিতম সাহা ও স্বপন দাস।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বলেন, ‘হিন্দুরা এ দেশেরই মানুষ। ফরিদপুর-১ আসনের সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম চান হিন্দুরা বিএনপিতে অবদান রাখুক। আগামীতে এ দলে হিন্দুদের আরও বেশি করে সম্পৃক্ত করা হবে। সবার সঙ্গে সৌহাদ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে দল পরিচালিত হবে।’