আমরা গণভোট চাই না, আমরা আপনাদের ভোট চাই: মুশফিকুর রহমান
খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক সচিব ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন, ‘আমরা গণভোট চাই না, আমরা আপনাদের ভোট। কারণ ১৬ বছর বিএনপি কিসের জন্য সংগ্রাম করেছে, নির্যাতিত হয়েছে, আমাদের এত লোক মারা গেছে, লক্ষ লক্ষ মামলা হয়েছে, হাজার হাজার লোক জেল খেটেছে। কিসের জন্য, ভোটের অধিকারের জন্য। আমরা সেই ভোট চাই, আমরা নির্বাচন চাই।’
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মুলগ্রাম ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের আয়োজনে চারগাছ কলেজ মাঠে শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘রাজনীতি কোনো ব্যবসার জায়গা নয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এমপিরা রাজনীতিকে ব্যবসা হিসেবে নিয়েছিল। এ কারণেই তারা দেশ ছেড়ে পালিয়েছে।’
বিএনপি নেতাদের উদ্দেশ্যে মুশফিকুর রহমান বলেন, ‘আপনারা যারা এই রাজনীতিকে ব্যবসা হিসেবে নিবেন, আপনাদেরকেও একদিন দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা খন্দকারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল ও মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক নুরুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মুসলিম উদ্দিন, কেন্দ্রীয় কৃষক দল সদস্য নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, সদস্য খন্দকার বিল্লাল হোসেন, সদস্য মো. হানিফ। এ সময় কসবা ও আখাউড়া উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া-৪ ( কসবা-আখাউড়া) নির্বাচনী এলাকায় ৬ জন মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি মুশফিকুর রহমান, আখাউড়া বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মুসলিম উদ্দিন, কেন্দ্রীয় কৃষক দল সদস্য নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা খন্দকার একই মঞ্চে বক্তব্য দেন।
তারা বলেন, তাদের মধ্যে দল যাকে মনোনয়ন দিবে সবাই এক হয়ে তার পক্ষে কাজ করবেন। তবে অতীতে আওয়ামী লীগ করেছেন কিংবা কসবা-আখাউড়ার ভোটার নয় এমন বহিরাগত কাউকে মনোনয়ন দিলে এ এলাকার জনগন কখনোই মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের
আমাদের সময়/আরডি