ইসকন নিষিদ্ধের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ইবি সংবাদদাতা
২৪ অক্টোবর ২০২৫, ১৮:৫০
শেয়ার :
ইসকন নিষিদ্ধের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

গাজীপুরে কিশোরী ধর্ষণ, খতিব মুহিবুল্লাহ অপহরণ ও চট্টগ্রামের আলিফ হত্যা বিভিন্ন ঘটনায় ইসকনের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে সংগঠনটি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে ‘মুসলিম শিক্ষার্থী’ ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পুনরায় মসজিদের সামনেই সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ইসকন বাংলাদেশে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ভারতের দালাল এই সংগঠনটিকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। অতীতে ফ্যাসিস্ট শাসনামলে ইসকন দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করেছে, রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত তাদের প্রভাব বিস্তার করেছে। অন্তর্বর্তীকালীন সরকার যদি এখনই ব্যবস্থা না নেয়, তবে তাওহীদি জনতা ও ছাত্রসমাজ কঠোর আন্দোলনে নামবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান বলেন, ইসকন প্রকৃতপক্ষে কোনো ধর্মীয় প্রচার সংগঠন নয়, বরং তারা উগ্র হিন্দুত্ববাদ প্রচার ও প্রসারের হাতিয়ার হিসেবে কাজ করছে। মুসলিম মা-বোনদের নিয়ে তারা অবমাননাকর আচরণ করছে। সময় এসেছে বাংলাদেশেও এই সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার। সিঙ্গাপুর ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশ ইতোমধ্যে তাদের নিষিদ্ধ করেছে। এমনকি হিন্দু সমাজের অনেক সংগঠনও জানিয়েছে, ইসকন তাদের ধর্মীয় প্রতিনিধিত্ব করে না।

আমাদের সময়/জেএইচ