আওয়ামী লীগে যোগ দেওয়া বিএনপি নেতা মুবিনকে স্থায়ীভাবে বহিষ্কার

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৫, ১৮:৩৮
শেয়ার :
আওয়ামী লীগে যোগ দেওয়া বিএনপি নেতা মুবিনকে স্থায়ীভাবে বহিষ্কার

সদ্য আওয়ামী লীগে যোগদান করা কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনকে ফোরাম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সদস্য সচিব অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম।

অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন জেলা বিএনপির আগের কমিটির সহ-দপ্তর সম্পাদক, বর্তমান পৌর বিএনপির সদস্য এবং জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সম্মেলনে শরিফুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ‘দেশের অভ্যন্তরে থাকা অপশক্তি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা জনগণের অর্জিত মহান স্বাধীনতা ও জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যার ফলে আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এক চরম হুমকির সম্মুখীন হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে কিশোরগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের যুগ্ম আহ্বায়ক ফয়জুল করিম মুবিন দলীয় শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন বক্তব্য ইলেকট্রনিক মিডিয়া ও বিভিন্ন প্রচার মাধ্যমে চালিয়ে যাচ্ছে। যা দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী।’

তিনি আরও বলেন, ‘এই অবস্থায় মুবিনকে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কিশোরগঞ্জের যুগ্ম আহ্বায়ক ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শরিফুল ইসলাম বলেন, ‘আমি তো ডাক্তার নই যে, মুবিন অসুস্থ, মাথা খারাপ কিংবা পাগল হয়ে যাওয়ায় সে পাগলের প্রলাপ বলছে কি না? তবে বিষয়টি সাংবাদিক হিসেবে খতিয়ে দেখতে পারেন।’

এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী ফোরামের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মো. শফিউজ্জামান শফি, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা প্রমুখ।

উল্লেখ্য, বুধবার (২২ অক্টোবর) রাতে ফয়জুল করিম তার ফেসবুক লাইভে এসে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেন। তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

লাইভে ফয়জুল করিম বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল, ধর্মনিরপেক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রতীক। ৫ আগস্টের পর মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, তা বাস্তবায়িত হয়নি। বরং স্বাধীনতাবিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে। সেই প্রবণতা ঠেকাতেই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক, বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়স্থল। তিনি দেশে ফিরবেন—এই বিশ্বাস থেকেই আমি আওয়ামী লীগে যোগ দিয়ে গর্বিত।’

আমাদের সময়/আরডি