ফরিদপুর /

তিন উপজেলায় বিএনপির ৬ কমিটি গঠন

ফরিদপুর প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৫, ১৪:২৮
শেয়ার :
তিন উপজেলায় বিএনপির ৬ কমিটি গঠন

ফরিদপুর-১ সংসদীয় আসনের বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার ছয়টি নতুন কমিটি গঠন করা হয়েছে। ‎বৃহস্পতিবার (‎২৩ অক্টোবর) ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেছ আলী ইছা ও সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুমোদন দেওয়া হয়।

নেতৃত্বে রয়েছেন যারা

‎‎বোয়ালমারী উপজেলা ১০১ সদস্যের কমিটিতে সভাপতির পদ পেয়েছে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা। বোয়ালমারী পৌরসভার সভাপতি আব্দুল কুদ্দুস শেখ ও সাধারণ সম্পাদক পদে ইমরান হোসেন।

‎মধুখালী উপজেলা বিএনপির সভাপতি হয়েছেন শাহাবুদ্দিন আহমেদ সতেজ ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক। একই সঙ্গে মধুখালী পৌরসভার সভাপতি পদে হায়দার আলী মোল্লাহ ও সাধারণ সম্পাদক পদে ইয়াসিন বিশ্বাসকে মনোনীত করা হয়েছে।

অন্যদিকে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি পদে আব্দুল মান্নান মিয়া আব্বাস ও সাধারান সম্পাদক পদে ‎মো. নূরজামাল খসরু। আলফাডাঙ্গা পৌরসভার বিএনপি সভাপতি পদে মো. রবিউল হক রিপন ও সাধারন সম্পাদক পদে মো. হাসিবুল হাসান হাসীবের নাম ঘোষণা করা হয়েছে।

‎ফরিদপুর-১ সংসদীয় এলাকায় নবগঠিত কমিটি প্রসঙ্গে জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, ‘আমরা সবাইকে নিয়ে একটি কার্যকর কমিটি করার চেষ্টা করেছি। যাতে আগামী দিনে সবাই মিলেমিশে সুন্দরভাবে দল পরিচালিত হয়।’