যে কারণে শুক্রবার ফজিলতের দিন

মাওলানা এমএ চৌধুরী
২৪ অক্টোবর ২০২৫, ১৪:২৫
শেয়ার :
যে কারণে শুক্রবার ফজিলতের দিন

শুক্রবার, মুসলিমদের কাছে পবিত্র দিন। এই দিনে বিশেষ কিছু ফজিলত বা পুণ্য লাভের সুযোগ আছে। সপ্তাহের এই দিনটিতে আদায় করা হয় জুমার নামাজ। এ থেকেই উপলব্ধি করা যায়, সম্পাহের অন্যদিনগুলোর তুলনায় শুক্রবার মর্যাদা আলাদা।

আল্লাহ তায়ালার কাছে জুমার গুরুত্ব এত বেশি যে, পবিত্র কোরআনে ‘জুমা’ নামে একটি সূরা নাজিল করা হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তায়ালা বলেন, ‘হে মুমিনরা! জুমার দিন যখন নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে এসো এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝ। এরপর নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ (জীবিকা) তালাশ করো এবং আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফলকাম হও।’ (সূরা জুমা, (৬২), আয়াত, ৯-১০)।

হাদিসেও জুমার দিনের বরকত সম্পর্কে উল্লেখ আছে। নবীকরিম হজরত মোহাম্মদ (সা.) বলেছে, যে দিনগুলোতে সূর্য উদিত হয়, ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিন হজরত আদমকে (আ.) সৃষ্টি করা হয়েছে। ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। (মুসলিম শরিফ , হাদিস নম্বর ৮৫৪)।

মহানবী (সা.) আরো বলে গেছেন, দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ দিন হলো জুমার দিনে। এইদিনে আল্লাহপাক মানুষের নেক কামনা পূরণ করেন। (বুখারি, হাদিস নম্বর ৬৪০০)।

মুসলমানদের কাছে শুক্রবার বা জুমাবারের তাৎপর্য এতো বেশি যে রাসুল (সা.) বলেছেন, তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। (আবু দাউদ, হাদিস নম্বর ১০৪৭)।