গোপনে নির্বাচনের প্রস্তুতি নেওয়া উপদেষ্টাদের অব্যাহতি চাইলেন প্রিন্স

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
২৩ অক্টোবর ২০২৫, ২২:১৬
শেয়ার :
গোপনে নির্বাচনের প্রস্তুতি নেওয়া উপদেষ্টাদের অব্যাহতি চাইলেন প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, `সরকারের নিরপেক্ষতা ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অবিলম্বে প্রকাশ্যে, গোপনে নির্বাচনের প্রস্তুতি নেওয়া উপদেষ্টাদের অব্যাহতি এবং প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ করতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আদলে নির্বাচন কমিশন ও প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিতের জন্য দৃঢ় ভূমিকা পালন করতে হবে।'

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের ধোবাউড়ায় ঘোষগাঁও ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘গোপনে নির্বাচনের প্রস্তুতি নেওয়া উপদেষ্টাদের অব্যাহতি দল নিরপেক্ষ দক্ষ সরকার ও প্রশাসন নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত। বিগত দিনে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বিতর্কিত ও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট কর্মকাণ্ডের মাধ্যমে সরকারের নিরপেক্ষতা ক্ষুন্ন হয়েছে। এমনকি আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য নিজ নির্বাচনী এলাকায় সরকার ও প্রশাসনকে ব্যবহার করে উন্নয়নের কাজ করে নির্বাচনী মাঠকে প্রভাবিত করার চেষ্টা করছে।’

‘এ ছাড়াও প্রশাসনে এখনো আওয়ামী সমর্থক, এমনকি গণ-অভ্যুত্থানসহ বিগত ১৫ বছরে আওয়ামী লাঠিয়াল বাহিনীর হয়ে কাজ করা ব্যক্তিরাও গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছে। এদের ক্ষমতায় রেখে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না, বরং এই আশঙ্কাও রয়েছে এরা নির্বাচন বানচাল করতে পারে।’

প্রিন্স বলেন, ‘নির্বাচন কাজে দল বা রাজনৈতিক প্রভাবিত কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তাকে নিয়োগ দেওয়া যাবে না। নির্বাচন বিলম্বিত বা অনিশ্চিত করতে বর্ণচোরা কিছু দল ও ব্যক্তিকে মাঠে নামানো হয়েছে। তারা জনসমর্থন না পেয়ে পাগলের প্রলাপ বকতে শুরু করেছে। জনগণ অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন চায়। নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া জন সমস্যার সমাধান সম্ভব নয়। নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টাও জনগন রুখে দেবে। সব প্রতিকূলতা রুখে দিয়ে ইনশাআল্লাহ আগামী রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি জনসাধারণের প্রতি আসন্ন নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর আস্থা রেখে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, প্রতিদানে বিএনপি নতুন রাষ্ট্র ব্যবস্থার পাশাপাশি জনগণকে উন্নত জীবন ধারনের সুযোগ সৃষ্টি করবে, বেকারত্বকে নির্বাসনে পাঠিয়ে কর্মসংস্থানের সৃষ্টি করবে। প্রান্তিক কৃষকের জন্য “ফার্মার্স কার্ড”, প্রতি পরিবারকে সহযোগিতা করতে সেই পরিবারের মায়ের নামে “ফ্যামিলি কার্ড”, শিক্ষিত বেকারদের জন্য “বেকার ভাতা”, সরকার গঠনের ১৮ মাসের মধ্যে “এক কোটি নতুন কর্মসংস্থান”, সবার জন্য চিকিৎসা, বিনা চিকিৎসায় মৃত্যু নয়সহ জনকল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি।

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘তারেক রহমানের হাত ধরেই আলোকিত ধোবাউড়া ও হালুয়াঘাট গড়ে তুলব।’ এ সময় তিনি নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে সবাইকে ঘরে ঘরে, জনে জনে প্রচারণার আহ্বান জানিয়ে বলেন, ‘বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সালাম দিয়ে দেশ ও জনকল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনাও জনগণকে অবহিত করতে হবে।’

ঘোষগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহজাহান মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন ধোবাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ রাব্বানী সুমন, আবদুল কুদ্দুস, মাহবুবুল আলম বাবুল, ওয়ার্ড বিএনপি নেতা আজিনুল ইসলাম, আবুল কাশেম, জিল্লুর রহমান, আবদল্লাহ্ব আল কাফি, শফিকুল ইসলাম, ফিরুজ মিয়া, আজিজুল হক, সাইফুল ইসলাম, উসমান আলী।

আমাদের সময়/আরডি