নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে নিবেদিত অর্ণি
নারী উদ্যোক্তা, ট্রেইনার ও শিক্ষানবিশ আইনজীবী মেহনাজ করিম অর্ণি। নারীদের আত্মনির্ভর হয়ে ওঠার কাজে নিজেকে নিবেদিত করেছেন তিনি।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করার পর অর্ণি। ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি এসআর ড্রিম আইটিতে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও ট্রেইনার হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি শিক্ষানবিশ আইনজীবী হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন এবং একজন উদ্যোক্তা হিসেবে পরিচালনা করছেন নিজের ক্লোথিং ব্র্যান্ড।
মাত্র চার বছরে অর্ণি চার হাজারেরও বেশি শিক্ষার্থীকে ইংরেজি যোগাযোগবিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেমিনারে পাবলিক স্পিকার হিসেবে অংশগ্রহণ করেছেন এবং ২০২৫ সালে অর্জন করেছেন লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড। এছাড়াও তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়িক প্রতিযোগিতায় বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন:
তাপমাত্রা যখন সর্বনিম্ন!
অর্ণির সাফল্যের পেছনে অনুপ্রেরণার উৎস তার মা-বাবা এবং মেন্টর শুভ আহমেদ। পারিবারিক সমর্থনই তাকে সীমাবদ্ধতার গণ্ডি পেরিয়ে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। এ বিষয়ে তিনি বলেন, আইন পড়ার সময় অনেকেই বলেছিল এই পেশা মেয়েদের জন্য নয়। আমি প্রতিদিন সেই ধারণাকে ভুল প্রমাণ করার চেষ্টা করছি।
তিনি জানান, প্রথম আয়ের মুহূর্ত ছিল জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। নিজের যোগ্যতায় আয় করার অভিজ্ঞতা তাকে আত্মবিশ্বাসী করে তোলে এবং সেই থেকেই তিনি অন্য নারীদেরও অনুপ্রাণিত করতে শুরু করেন।
আরও পড়ুন:
দি নিউ স্কুল ঢাকায় অনুষ্ঠিত ‘পিঠা পার্বণ’
আগামী দিনে আরও নারী শিক্ষার্থীকে ডিজিটাল দক্ষতা ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মক্ষম করে গড়ে তোলাই অর্ণির লক্ষ্য।